বাংলাহান্ট ডেস্ক : প্রকাশ্যে এল আধার কার্ড নিয়ে বড়সড় আপডেট। আধার কার্ডের (Aadhaar Card) ক্ষেত্রে এবার থেকে পৃথক ফর্ম ব্যবহার করা হবে শিশু ও প্রাপ্তবয়স্কদের জন্য। এবার থেকে ০ থেকে ৫ ও ৫ থেকে ১৮ এবং ১৮ বছরের উর্ধ্বদের ক্ষেত্রে পূরণ করতে হবে আলাদা ফর্ম। ইউআইডিএআই এর পক্ষ থেকে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি সম্প্রতি জারি করা হয়েছে।
এতদিন পর্যন্ত ০-৫ ও ৫-১৮ বছর বয়সীদের আবেদনের ক্ষেত্রে যে ফর্ম ফিলাপ করা হত তার ৫ ও ৮ নম্বর কলামে থাকত ‘শিশুর নামে জন্মের শংসাপত্র…’। সম্প্রতি সরকারের পক্ষ থেকে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করে প্রত্যাহার করে নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত। শিশুদের আধার কার্ড তৈরির জন্য এতদিন বাধ্যতামূলক ছিল পিতা ও মাতার মধ্যে যেকোনো একজনের বায়োমেট্রিক ও দুজনের আধার নম্বর।
আরোও পড়ুন : এবার রূপান্তরকামীরাও চাকরি পাবে কলকাতা পুলিশে, প্রশংসায় পঞ্চমুখ নেটপাড়া
ইউআইডিএআই জানাচ্ছে, পাঁচ বছরের কম বয়সী শিশুদের লাগবে না কোনোরকম বায়োমেট্রিক। এই শিশুদের আধার কার্ড ইস্যু করা হবে ইউআইডি ডেমোগ্রাফিক তথ্য এবং পিতামাতার ইউআইডির সঙ্গে যুক্ত মুখের ফটোগ্রাফের ভিত্তিতে। শিশুরা যখন 5 বছর বয়সে পা দেবে তখন তাদের ১০ আঙ্গুল ও চোখের মণির বায়োমেট্রিক নেওয়া হবে।
আরোও পড়ুন : আর মাত্র কয়েক মিনিট! রবিবারের আগেই রবি অভিযান আদিত্য L1’র, কাউন্টডাউন শুরু ISRO-র
একই সাথে নেওয়া হবে শিশুটির মুখের ছবি।শিশুদের আধার কার্ড তৈরির জন্য অভিভাবকদের প্রথমে যেতে হবে নিকটবর্তী আধার কার্ড এনরোলমেন্ট সেন্টারে। জন্ম শংসাপত্র এবং পিতামাতার আধার কার্ড নম্বর সহ নির্দিষ্ট ফর্ম ফিলাপ করে জমা দিতে হবে। একই সাথে দিতে হবে অভিভাবকের আধার তথ্য ও মোবাইল নম্বর।
এরপর যাচাইকরণ প্রক্রিয়া শুরু হবে। বিস্তারিত যাচাইয়ের পর নেওয়া হবে বায়োমেট্রিক। যদিও পাঁচ বছর বয়সের কম শিশুদের বায়োমেট্রিক লাগবে না। এনরোলমেন্ট সেন্টার থেকে দেওয়া অ্যাকনলেজমেন্ট স্লিপ আপনাদের কাছে রেখে দিতে হবে যত্ন সহকারে। এই প্রক্রিয়ার ৬০ দিনের মধ্যে মোবাইলে আসবে টেক্সট মেসেজ। এরপর শিশুর জন্য তৈরি হয়ে যাবে ‘বাল আধার।’