ডাকা হচ্ছে বারংবার , তবুও ঘুম থেকে উঠছে না বিক্রম, প্রজ্ঞান! কী হবে এখন ? ISRO যা বললো…

বাংলাহান্ট ডেস্ক : গত ২৩ আগস্ট চাঁদের মাটিতে সফলভাবে অবতরণ করেছে চন্দ্রযান ৩ (Chandrayaan 3) এর ল্যান্ডার বিক্রম। অবতরণের পরেই নিজেদের কাজ শুরু করে দিয়েছিল বিক্রম ও রোভার প্রজ্ঞান। কিন্তু তারপর চাঁদের মাটিতে যেই অন্ধকার নেমে এসেছিল, তখনই ইসরোর পক্ষ থেকে তাদেরকে স্লিপ মোডে পাঠিয়ে দেওয়া হয়।

সেই দিনটি ছিল ২ সেপ্টেম্বর। চাঁদের দক্ষিণ মেরু ১৪ দিন অন্ধকারে থাকার পর, ২০ সেপ্টেম্বর থেকে ফের আলোকিত হয়েছে সূর্য ওঠার সাথে সাথে। সূর্যোদয়ের পর ইসরোর পক্ষ থেকে ফের নতুন ভাবে জাগিয়ে তোলার চেষ্টা করা হয় বিক্রম ও প্রজ্ঞানকে। ২২ সেপ্টেম্বর নতুন ভাবে জেগে ওঠার কথা ছিল এই দুজনের।

আরোও পড়ুন : iPhone প্রেমীদের জন্য দরাজহস্ত Jio! আনল ব্যাপক অফার, শুনলে এখুনি কিনতে দৌড়বেন

কিন্তু ইসরোর সেই চেষ্টা সফল হয়নি। বহুবার চেষ্টা করেও ঘুম ভাঙানো যায়নি বিক্রম ও প্রজ্ঞানের। এমন অবস্থায় ইসরোর পক্ষ থেকে উঠে আসছে নতুন বড় আপডেট। সোশ্যাল মাধ্যমে ইসরো বিক্রম ও প্রজ্ঞানকে জাগিয়ে তোলার বিষয়ে লিখেছে, সব রকম চেষ্টা চালানো হচ্ছে বিক্রম ও প্রজ্ঞানের সাথে সংযোগ স্থাপনের।

আরোও পড়ুন : এবার বাংলা পাচ্ছে ষষ্ঠ বন্দে ভারত! হাওড়া থেকেই ছুটবে এই নতুন রুটে, কপাল খুলবে আমজনতার

কিন্তু এখনো পর্যন্ত সারা পাওয়া যায়নি তাদের পক্ষ থেকে। সারা পাওয়া যাচ্ছে না মানেই সব শেষ, সেটা কিন্তু নয়। আমাদের পক্ষ থেকে যোগাযোগ স্থাপনের সব রকম চেষ্টা চালানো হবে। চাঁদের দক্ষিণ মেরুতে যখন সূর্য ডুবে যায় তখন চারদিক ঢেকে যায় অন্ধকারে। সেই সময় ওই অঞ্চলের তাপমাত্রা হিমাঙ্কের ২৫০ ডিগ্রির নিচে নেমে যায়।

chandrayaan 3 (1)

এত কম তাপমাত্রায় বিক্রম ও প্রজ্ঞানের যন্ত্রপাতি ঠিক থাকবে কিনা তা নিয়েও তৈরি হয়েছে সংশয়। এত অনিশ্চয়তার মধ্যেও ইসরোর পক্ষ থেকে ফের শনিবার যোগাযোগ স্থাপনের চেষ্টা চালানো হবে। ভারতের মহাকাশ বিজ্ঞানীরা নতুনভাবে চন্দ্রযান 3-কে জাগিয়ে তুলতে পারেন কিনা এখন সেই দিকেই তাকিয়ে সবাই।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর