বাংলা হান্ট ডেস্কঃ তৃণমূল ক্ষমতায় আসার পর থেকে একাধিক জনকল্যাণমূলক প্রকল্পের উদ্যোগ নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। তার মধ্যে অন্যতম জনপ্রিয় প্রকল্প হল ‘লক্ষ্মীর ভাণ্ডার’ (Lakshmir Bhandar)। পূর্বে এই প্রকল্পের আওতায় প্ৰতি মাসে পাঁচশো টাকা করে ভাতা পেতেন মহিলারা। ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে এই প্রকল্পে ভাতার (Lakshmir Bhandar Allowance) পরিমাণ বৃদ্ধি করা হয়েছে। বর্তমানে পাঁচশোর বদলে হাজার টাকা করে ভাতা পান মহিলারা।
এর আগে ২১ এর বিধানসভা ভোটের আগে লক্ষীর ভাণ্ডার চালু করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর ২০২৪ লোকসভা নির্বাচনের আগে সেই ভাতার পরিমাণ বাড়ানো হয়। বর্তমানে লক্ষীর ভাণ্ডার নিয়ে তুঙ্গে তরজা। সম্প্রতি বিজেপির তরফে দাবি করা হয়েছে তিন মাস পর অর্থাৎ ভোট মিটলেই লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবে রাজ্য সরকার। পাল্টা শাসকদলের দাবি বিজেপিই ভাতা বন্ধ করে দেবে। এসব নিয়ে বিতর্কের মাঝেই এবার এই ইস্যুতে মুখে খুললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
মঙ্গলবার বাংলায় নির্বাচনী প্রচারে এসে শাহ বলেন, ‘মমতা দিদি বলেন, বিজেপি এলে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বন্ধ হয়ে যাবে। আমি আপনাদের বলে বলছি, বিজেপি কোনও প্রকল্প বন্ধ করবে না। আমরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ১০০ টাকা বাড়িয়ে মহিলাদের দেব।’
আরও পড়ুন: আজ বাংলার ৮ জেলায় বৃষ্টি! কলকাতায় কখন শুরু? আবহাওয়ার খবর
মঙ্গলবার রাজ্যে এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এইভাবেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ভাতার পরিমাণ বৃদ্ধি করার প্রতিশ্রুতি দেন। তার কথায় একবার বিজেপি ক্ষমতায় এলেই লক্ষ্মীর ভান্ডারের ভাতা বেড়ে যাবে। প্রসঙ্গত, এর আগেও লক্ষীর ভাণ্ডার নিয়ে হরেক রকম প্রতিশ্রুতি দিয়েছে বিজেপি। কখনও শুভেন্দু অধিকারী বলেছেন ১ হাজার থেকে লাফিয়ে অঙ্কটা হবে ৩ হাজার। সুকান্ত মজুমদারের কথা মতো হবে ২ হাজার। আর এবার শাহ বললেন মাত্র ১০০ টাকা করে বাড়ানো হবে।