মোদি সরকার লঞ্চ করল নতুন অ্যাপ, পাওয়া যাবে আবহাওয়ার সব খবর

বাংলাহান্ট ডেস্ক / আবহাওয়ার খবর : এবার ফোনেই পাবেন নিজের শহরের আবহাওয়ার (weather) সব আপডেট। মোদি সরকারের (modi government) বিজ্ঞান মন্ত্রী হর্ষ বর্ধন সোমবার একটি মোবাইল অ্যাপ্লিকেশন চালু করেছে যা আবহাওয়া এবং অন্যান্য সতর্কতা দেবে আপনাকে।

weather 1907270303 1907270622

‘মৌসাম’ মোবাইল অ্যাপটি আন্তর্জাতিক ক্রপস রিসার্চ ইনস্টিটিউট ফর সেমি-এরিড ট্রপিকস (আইসিআরআইএসএটি), ইন্ডিয়ান ট্রপিকাল মেট্রোলজি ইনস্টিটিউট (আইআইটিএম), পুনে এবং ইন্ডিয়া মেটিরিওলজিকাল বিভাগ (আইএমডি) একসাথে মিলে ডিজাইন ও তৈরি করেছে।

‘মৌসাম’ গুগলের প্লে স্টোর এবং অ্যাপলের অ্যাপ স্টোর উভয়তেই পাওয়া যাবে। দেশের 200 টি শহরের তাপমাত্রা, আর্দ্রতা, বাতাসের গতি সহ সমস্ত রকম আবহাওয়ার আপডেট সরবরাহ করবে। প্রতিদিন দিন আট বার করে আবহাওয়ার আপডেট দেবে অ্যাপটি।

Weather forecast

পাশাপাশি,   বজ্রপাতে মৃত্যু ঠেকাতে সম্প্রতি লঞ্চ করা হয়েছে নতুন অ্যাপ ‘দামিনী’। বজ্রপাত শুরু হওয়ার আধ ঘন্টা আগে ব্যাবহারকারীকে নোটিফিকেশনের মাধ্যমে সতর্ক করবে এই অ্যাপ, বলে জানিয়েছেন বিশেষজ্ঞ মহল।

প্লেস্টোর থেকে বিনামূল্যে ডাউনলোড করে ব্যবহারকারীদের প্রয়োজনীয় তথ্য জানাতে হবে। যেমন নাম, ফোন নম্বর, এলাকা ইত্যাদি। তারপরই ব্যাবহারকারী যে এলাকায় থাকবে সেই এলাকায় বজ্রপাতের পূর্বাভাস থাকলে না জানিয়ে দেবে অ্যাপটি।

এই মুহুর্তে দেশে যে হারে জলবায়ুর পরিবর্তনের কারনে যে হারে বজ্রপাত বাড়ছে, তাতে এই অ্যাপটি যথাযথ ভাবে কাজ করলে তা অনেক মানুষের প্রাণ বাঁচাতে সক্ষম হবে।

 


সম্পর্কিত খবর