ধিক্কার, পাশে নেই আমেরিকাও! চাপে ইউনূস সরকার! নিউ ইয়র্কে উড়ল ব্যানার, ভাইরাল সেই ছবি

বাংলাহান্ট ডেস্ক : বাংলাদেশে (Bangladesh) নতুন সরকার গঠনের পর প্রায় সব কিছুরই পরিবর্তন এসেছে। নতুন সরকার গড়ে তুলেছে নতুন দেশ, নতুন নিয়ম। কিন্তু সরকার বদলের পর থেকে ওদেশে বেড়েছে সংখ্যালঘুদের উপর নির্যাতন। বিশেষ করে  হিন্দুরা ওখানে ভয়ে কাঁপছে। মেয়েরা বাইরে পা দিতে গেলেও দুবার ভাবছে। তাদের উপর চলছে লাগাতার অত্যাচার। অর্থাৎ সেদেশে যে হিন্দুরা নিরাপদ নেই সেকথা স্পষ্ট। আর এরই প্রতিবাদে গর্জে উঠেছে নিউইয়র্ক। এবার ব্যানার উড়িয়ে নিউইয়র্কে ইউনূস সরকারকে ধিক্কার জানানো হলো।

বাংলাদেশের (Bangladesh) নতুন সরকারকে ফের খোঁচা:

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়। এক্স হ্যান্ডেল এর মাধ্যমে এই ভিডিও পোস্ট করা হয়েছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে একটি প্লেনে একটি ব্যানার উড়িয়ে নিয়ে যেতে। আর সেই ব্যানারে লেখা, “Stop violence on Bangladesh Hindus” অর্থাৎ এই ব্যানারের মাধ্যমে বলা হয়েছে বাংলাদেশে হিন্দুদের ওপর হিংস্রতা বন্ধ করা হোক। সব থেকে বড় বিষয় হচ্ছে, এই লেখার পাশে জ্বলজ্বল করছে ইউনূস সরকারের ছবি। অর্থাৎ হিন্দুদের এই অত্যাচারের পিছনে অন্তর্বর্তী সরকারকে দোষারোপ করা হয়েছে।

আরোও পড়ুন : ‘১৮ নভেম্বর..,’ ‘এটা আপনি কী করে বললেন?’, এবার বিরাট নির্দেশ ক্ষুব্ধ হাইকোর্টের

জানা গেছে ঘটনাটি ঘটেছে, নিউইয়র্কের মানহাট্টান এলাকায়। সেখান থেকে এই ছবি ক্যামেরাবন্দি করে সমাজ মাধ্যমে পোস্ট করা হয়। যদিও নিউইয়র্কে এই চিত্র নতুন কিছু নয়। এর আগেও মহম্মদ ইউনূসের বিরুদ্ধে নিউইয়র্কে বসবাসকারী বাংলাদেশিরা সোচ্চার হন। সম্প্রতি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মহম্মদ ইউনূস জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে যান। আর সেখানে গিয়ে তাকে শুনতে হয় “হিন্দু হত্যাকারী” স্লোগান।

Bangladesh

জানা যায়, নিউইয়র্কে গিয়ে তিনি যে হোটেলে উঠেছিলেন সেখানেই আন্দোলনকারীরা জমা হয়ে আন্দোলন শুরু করেন। সেই সাথে “গো ব্যাক” স্লোগান এবং “স্টেপ ডাউন” অর্থাৎ ইউনূসের পদত্যাগেরও দাবি করা হয়। আর আবারো ফের ইউনূসের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছে নিউইয়র্কবাসীরা। এই আবহে জানিয়ে রাখা ভালো, বর্তমানে বাংলাদেশের (Bangladesh) পরিস্থিতি খুব একটা ভালো নয়। সেখানে হিন্দুমন্দির থেকে শুরু করে দুর্গাপুজো সবেতেই মৌলবাদীরা তাদের দাপট দেখিয়ে যাচ্ছে।

সেইসাথে হিন্দুদের কন্ঠরোধ করে তাদের দমিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে। এমন অত্যাচার হতে দেখে ভারতের বিভিন্ন জায়গায় বাংলাদেশ বয়কটের ডাক উঠেছে। বাংলাদেশকে আর্থিক দিক থেকে দুর্বল করে দিয়ে তাদের শিক্ষা দেওয়ার কথা ভাবছে সকলেই। ইতিমধ্যেই বাংলাদেশী পণ্য বর্জন করতে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গ সহ ভারতের বিভিন্ন রাজ্যে। আর এই আবহে যদি অন্যান্য দেশও বাংলাদেশের বিরুদ্ধে রুখে  দাঁড়ায় সেক্ষেত্রে বিপদ আরো বাড়তে পারে।


Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর