ট্যাক্স ছাড় পাওয়ার জন্য ভারতের অর্থদপ্তরের রাষ্ট্রমন্ত্রী অনুরাগ ঠাকুরকে চেয়ারম্যান করতে চাইছে আইসিসি।

2021 সালে টিটোয়েন্টি এবং 2023 সালে ওয়াল্ড কাপ আয়োজিত হবে ভারতে। তাই তার আগেই আইসিসি চাইছে ভারত থেকে একজন স্বাধীন চেয়ারম্যান করতে। সূত্র অনুযায়ী জানা গিয়েছে, আইসিসির চেয়ারম্যানের পদে বসানোর জন্য ইতিমধ্যেই তোড়জোড় শুরু হয়েছে প্রাপ্তন বিসিসিআই প্রেসিডেন্ট ও বর্তমান কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর নিয়ে।

বর্তমানে আইসিসির চেয়ারম্যানের পদে রয়েছেন শশাঙ্ক মনোহর। কিন্তু তিনি আর সেই পদে থাকতে চাইছেন না। তাই 2020 সালের জুন মাসে আইসিসির সাধারণ সভায় নতুন চেয়ারম্যান হিসাবে অনুরাগ ঠাকুর কে আনতে চাইছে আইসিসি।

কিন্তু বারেবারে কেন আইসিসি তাদের চেয়ারম্যান পদে একজন ভারতীয় কে চাইছেন? সেই শ্রীবাসনের সময় থেকে শুরু হয়েছে তারপর আরেক ভারতীয় শশাঙ্ক মনোহর আইসিসির চেয়ারম্যান পদে বসেছেন। আর এবার নাম আসছে আরেক ভারতীয় অনুরাগ ঠাকুরের।

254654438129b4f6796957e51c8cbc225a15018f6

অনুরাগ ঠাকুর কে আইসিসির চেয়ারম্যান পদে বসানোর জন্য আইসিসির পরিকল্পনা হল আগামী টিটোয়েন্টি এবং ওয়ানডে বিশ্বকাপে যাতে ভারত সরকার কে কোনো রকম ট্যাক্স না দিতে হয়। এমনিতে ভারতে ট্যাক্স ছাড় দেওয়ার কোনো নিয়ম নেই কিন্তু অনুরাগ ঠাকুর যেহেতু অর্থদপ্তরের রাষ্ট্রমন্ত্রী তাই ট্যাক্স ছাড়ের ব্যাপারে তিনি কিছুটা হলেও আগ্রহ দেখাবেন এই আশাতেই আইসিসি চাইছে অনুরাগ ঠাকুর কে আইসিসির চেয়ারম্যান পদে বসাতে।


Udayan Biswas

সম্পর্কিত খবর