স্বপ্নভঙ্গের কষ্টে হাউমাউ করে কাঁদছেন নেইমার, বুকে জড়িয়ে নিল মেসি, ভিডিও দেখে চোখে জল নেটদুনিয়ার

বাংলা হান্ট ডেস্কঃ আজ ব্রাজিলের মারাকানা স্টেডিয়ামে কোপা আমেরিকার ফাইনালে মুখোমুখি হয়েছিল ব্রাজিল এবং আর্জেন্টিনা। ফাইনাল ম্যাচ মানে একজনের স্বপ্নপূরণ অন্যজনের স্বপ্নভঙ্গ, বাস্তবেও তেমনটাই হল। ঘরের মাঠে আর্জেন্টিনার কাছে হেরে স্বপ্নভঙ্গ হল নেইমার এবং ব্রাজিলের।

https://twitter.com/NapTimeLord/status/1414047672068034563?s=20

অপরদিকে ব্রাজিলকে হারিয়ে স্বপ্ন পূরণ করে ফেলল মেসির আর্জেন্টিনা। দীর্ঘদিনের ক্যারিয়ারে এই প্রথমবার দেশের জার্সি গায়ে কোন ট্রফি জিতলো লিও মেসি। ঘরের মাঠে কোপা ফাইনালে হেরে স্বপ্নপূরণের সামনে গিয়েও স্বপভঙ্গ হল নেইমারের।

https://twitter.com/CopaAmerica/status/1414046483658194944?s=20

একদিকে যখন কোপা আমেরিকা জিতে সেলিব্রেশনে মাতোয়ারা গোটা আর্জেন্টিনা সেই সময় মাঠের এক কোণে দাঁড়িয়ে স্বপ্নভঙ্গের কষ্টে হাউমাউ করে কাঁদছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। প্রিয় বন্ধুকে এমন অবস্থায় দেখে থাকতে পারেন নি মেসি। সঙ্গে সঙ্গে তিনি নেইমারের কাছে দৌড়ে আসে এবং বুকে জড়িয়ে ধরে তাকে সান্ত্বনা দিতে থাকেন। এক ব্রাজিলিয়ান এবং এক আর্জেন্টাইনের এমন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ফের একবার মনে করিয়ে দিল ফুটবলে সব সম্ভব।

Udayan Biswas

সম্পর্কিত খবর