মোমিনপুর হিংসার তদন্তে ঘটনাস্থলে NIA, পড়তে হল স্থানীয়দের বাধার মুখে

বাংলাহান্ট ডেস্ক : এনআইএ এবার শুরু করল কলকাতার (Kolkata) মোমিনপুর হিংসার (Mominpur Violence) তদন্ত। মোমিনপুরের ভূকৈলাস রোডের একাধিক ঠিকানা সহ বুধবার সকালে এনআইএর গোয়েন্দারা তল্লাশি করেন মোট বারোটি জায়গায়। তাদের সাথে ছিল কেন্দ্রীয় বাহিনী। কিন্তু তল্লাশি করতে গিয়ে গোয়েন্দাদের পড়তে হল স্থানীয় বাসিন্দাদের বিক্ষোভের মুখে। শেষ পাওয়া খবর অনুযায়ী এখনও তল্লাশি অভিযান চলছে বিভিন্ন জায়গায়।

মোমিনপুরে সাম্প্রদায়িক হিংসার ঘটনা ঘটে লক্ষ্মীপুজোর রাত ও তার পরের দিন। অভিযোগ ওঠে ভাঙচুর ও অগ্নি সংযোগের। কলকাতা পুলিশের (Kolkata police) এক পদস্থ আধিকারিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে গুরুতরভাবে আহত হন। এরপর কলকাতা পুলিশ এই ঘটনার তদন্ত নেমে দায়ের করে মোট পাঁচটি এফআইআর। গ্রেফতার করা হয় ৪৫ জনকে। এরপর কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয় এনআইএ তদন্তের দাবিতে।

   

mominpur

আদালতের তরফে জানানো হয়েছে, রাজ্য সরকার এই ঘটনার বিস্তারিত রিপোর্ট কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে পাঠাবে। স্বরাষ্ট্রমন্ত্রক রাজ্যের পাঠানো রিপোর্ট খতিয়ে দেখে এনআইএ তদন্তের ব্যাপারে সিদ্ধান্ত নেবে। এরপর স্বরাষ্ট্র মন্ত্রক গত ১৪ই অক্টোবর জানায় যে এই ঘটনার তদন্ত করবে এনআইএ। সেই সিদ্ধান্ত মত বুধবার বেশ কিছু জায়গায় তল্লাশি অভিযান শুরু করে এনআইএ। এই তদন্তের সময় মোমিনপুরে স্থানীয় বাসিন্দাদের বিক্ষোভের মুখে পড়েন তদন্তকারীরা। স্থানীয়রা তদন্তকারীদের গাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখান।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর