‘জনপ্রিয়তা পেতে জামাকাপড় খুলেছি’, ক‍্যামেরার সামনে বেফাঁস নিয়া শর্মা!

Published On:

বাংলাহান্ট ডেস্ক: ছোটপর্দায় যথেষ্ট জনপ্রিয় অভিনেত্রী নিয়া শর্মা (nia sharma)। বহু ধারাবাহিকেই অভিনয় করেছেন তিনি। বেশ সাবলীল অভিনেত্রীও নিয়া, একথা সকলেই স্বীকার করবেন। তবে ধারাবাহিক ছাড়াও ‘খতরো কে খিলাড়ি’ রিয়েলিটি শোয়ের মারফতই সংবাদ শিরোনামে উঠে আসেন তিনি। নিয়ার জনপ্রিয়তার গ্রাফ এই রিয়েলিটি শোয়ের পর থেকেই চড়তে শুরু করে। সেঈ সঙ্গে সোশ‍্যাল মিডিয়াতেও বাড়তে থাকে তাঁর ফলোয়ারের সংখ‍্যা।

এই মুহূর্তে ইনস্টাগ্রামে নিয়ার ফলোয়ারের সংখ‍্যা ৬ মিলিয়নেরও বেশি। মাঝে মধ‍্যেই অনুরাগীদের জন‍্য নানা ছবি, ভিডিও শেয়ার করেন তিনি। ধারাবাহিকের সঙ্গে এই নিয়ার মিল খুঁজতে গেলে আপনিই পস্তাবেন। একের পর এক ‘হট’ ছবি শেয়ার করে অনুরাগীর রাতের ঘুম কাড়তে খুব ভালই জানেন অভিনেত্রী।


তবে এর জন‍্য ট্রোল একরকম তাঁর জীবনের সঙ্গেই জড়িয়ে গিয়েছে। স্লাট শেমিং শুরু করে ধর্ষণের হুমকি পর্যন্ত পেয়েছেন নিয়া। কিন্তু তিনি বদলানোর পাত্রী নন বা ভয় পেয়ে পিছু হটারও পাত্রী নন। প্রতিবারই ট্রোলারদের বুড়ো আঙুল দেখিয়ে দুরন্ত কামব‍্যাক করেছেন নিয়া। এবারেও তার অন‍্যথা হল না।

সম্প্রতি তাঁর পোশাক পছন্দ এবং তা নিয়ে নেটদুনিয়ার ট্রোল নিয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হয়েছিলেন নিয়া। সেখানে তিনি স্পষ্ট বলেন, তাঁর পোশাক নিয়ে কখনো মানুষের মুখে ভাল কিছু শোনেননি অভিনেত্রী। তাঁকে এমনো বলা হয়েছে জনপ্রিয়তা পেতে, খবরের শিরোনামে আসতে পোশাক খুলেছেন তিনি।


নিয়ার কথায়, “আমি গত দশ বছর ধরে লাইমলাইটে রয়েছি‌। দশ বছর ধরে টানা কাজ করছি আমি। জনপ্রিয়তার আমি এমনিই পাই। তার জন‍্য কাপড় খোলার প্রয়োজন পড়ে না। মানুষের সেটা বোঝা উচিত। আমি এমন ভাবেই পোশাক পরতে পছন্দ করি। এবার তো লোকজনের অভ‍্যাস হয়ে যাওয়া উচিত। কারণ আমি নিজেকে বদলাবো না।”

https://www.instagram.com/p/CTipIfDi_r2/?utm_medium=copy_link

এর আগেও ব‍্যাকলেস পোশাক নিয়ে সমালোচিত হওয়ায় ব‍্যাকলেস পোশাক পরা টুকরো টুকরো ভিডিওর কোলাজ বানিয়ে ট্রোলাদের তাদের মতো করেই জবাব দিয়েছিলেন নিয়া। এমনকি ‘দো ঘুঁট মুঝে ভি পিলা দে’র রিমিক্স ভার্সনে স্বল্প পোশাক পরা নিয়েও ট্রোলড হয়ে হয়েছে অভিনেত্রীকে। নিয়ার অভিযোগ, প্রোডাকশন টিম এমন পোশাক পরালে তার জন‍্যও তাঁকেই দোষী ঠাওরাচ্ছেন মানুষ।

সম্পর্কিত খবর

X