কাশ্মীরে নিহত বিতান, সমীরের বাড়িতে হাজির NIA-র গোয়েন্দারা! হঠাৎ কী হল?

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় (Pahalgam Terror Attack) মৃত্যু হয়েছে ২৬ জনের। এর মধ্যে বাংলার তিনজনের নাম রয়েছে। কলকাতার বিতান অধিকারী, সমীর গুহর পাশাপাশি মৃত্যু হয়েছে পুরুলিয়ার মনীশরঞ্জন মিশ্রর। এবার তাঁদের বাড়িতে যাচ্ছেন কেন্দ্রীয় গোয়েন্দা এনআইএ (NIA) আধিকারিকরা।

কাশ্মীরে নিহতের বাড়িতে এনআইএ টিম!- (Pahalgam Terror Attack)

গত মঙ্গলবার কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলা হয়। পর্যটকদের রক্তে ভিজে যায় ‘মিনি সুইজারল্যান্ড’ বৈসরণ। ইতিমধ্যেই এই হামলায় পাক যোগের কথা সামনে এসেছে। একের পর এক পদক্ষেপ নিচ্ছে কেন্দ্র। এই আবহে জানা গেল, কলকাতার সমীর ও বিতানের (Bitan Adhikary) বাড়িতে হাজির হচ্ছেন এনআইএ আধিকারিকরা।

জানা যাচ্ছে, এদিন দুপুর ১২:৩০ নাগাদ বেহালায় সমীরের (Samir Guha) বাড়িতে পৌঁছন কেন্দ্রীয় এজেন্সির গোয়েন্দারা। কেন্দ্রীয় সরকারি কর্মী ছিলেন তিনি। কাশ্মীরে নিহত সমীরের পরিবারের সঙ্গে কথা বলে এনআইএ টিম। এরপর সেখান থেকে পাটুলিতে বিতানের বাড়িতেও যাওয়ার কথা রয়েছে বলে খবর। সূত্র মারফৎ জানা যাচ্ছে, পুরুলিয়ার ঝালদায় মনীশরঞ্জনের বাড়িতেও তাঁদের যাওয়ার কথা রয়েছে।

আরও পড়ুনঃ রাজ্যের ক্ষতিপূরণ ফিরিয়েছেন! শুভেন্দুর দেওয়া ১০ লক্ষ টাকা গ্রহণ করল মুর্শিদাবাদে মৃত হরগোবিন্দ-চন্দনের পরিবার

আসলে পহেলগাঁওয়ে পর্যটকদের ওপর জঙ্গি হামলার ঘটনায় জম্মু-কাশ্মীর পুলিশকে (Jammu Kashmir Police) সাহায্য করছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এনআইএ। গোটা দেশের একাধিক রাজ্যের বাসিন্দাদের প্রাণ নিয়েছে জঙ্গিরা। তাঁদের বাড়িতে পৌঁছেছে কেন্দ্রীয় এজেন্সির গোয়েন্দারা। কলকাতার বিতান, সমীরদের ক্ষেত্রেও ব্যতিক্রম হচ্ছে না।

Pahalgam terror attack Kashmir terror attack

শুক্রবার কাশ্মীরে নিহত পুনের বাসিন্দা সন্তোষ জগদলের বাড়িতে হাজির হন দু’জন এনআইএ আধিকারিক। সন্তোষের স্ত্রী ও কন্যার সঙ্গে কথা বলেন। শনিবার সমীরের বাড়িতে হাজির হন গোয়েন্দারা। বিতান ও মনীশরঞ্জনের বাড়িতেও যাওয়ার কথা রয়েছে বলে খবর।

উল্লেখ্য, কাশ্মীরের জঙ্গি হামলায় (Pahalgam Terror Attack) শুধুমাত্র হিন্দুদের টার্গেট করার অভিযোগ উঠেছে। নিহত পর্যটকদের পরিবার সহ নানান মহল থেকে এই দাবি করা হয়েছে। এই পরিস্থিতিতে প্রয়াত পর্যটকদের বাড়ি যাচ্ছেন এনআইএ আধিকারিকরা। তাঁরা গিয়ে সম্পূর্ণ বিষয়টি শুনবে ও তদন্ত করবে বলে খবর।

Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

X