দিতে হবে না পরীক্ষা! ইন্টারভিউয়ের মাধ্যমেই কর্মী নিয়োগ NIA-র, এভাবে করুন আবেদন

বাংলা হান্ট ডেস্ক: এবার কেন্দ্রীয় সরকারের অধীনে থাকা তদন্তকারী সংস্থায় রয়েছে চাকরির (Recruitment) সুযোগ। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (National Investigation Agency) অর্থাৎ NIA-তে হচ্ছে কর্মী নিয়োগ। ইতিমধ্যেই, এই তদন্তকারী সংস্থার তরফে উচ্চ পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেটি সংশ্লিষ্ট সংস্থার ওয়েবসাইটে গেলেই দেখা যাবে। বর্তমান প্রতিবেদনে আজ আমরা এই নিয়োগ প্রক্রিয়া সংক্রান্ত বিস্তারিত তথ্য উপস্থাপিত করছি।

কোন পদে করা হবে নিয়োগ: প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী জানা গিয়েছে যে, আপাতত ইনভেস্টিগেশন এক্সপার্ট (কনসাল্ট্যান্ট) পদে নিয়োগ করা হবে।

মোট শূন্যপদের সংখ্যা: মোট ১০ জনকে এই পদে নিয়োগ করা হবে। তবে জানিয়ে রাখি যে, চুক্তির ভিত্তিতে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে। পাশাপাশি, প্রথমে কাজের মেয়াদ হবে এক বছর। যদিও পরবর্তীকালে প্রয়োজন অনুযায়ী এই মেয়াদ পাঁচ বছর পর্যন্ত বাড়তে পারে।

শিক্ষাগত যোগ্যতা: এই পদে আবেদনের জন্য প্রার্থীদের যেকোনও স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে স্নাতক উত্তীর্ণ হতে হবে।

বয়স: আবেদনকারীদের বয়স হতে হবে ৬৫ বছরের মধ্যে।

NIA will recruit staff through interview.

কারা করতে পারেন আবেদন: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, এই পদে শুধুমাত্র অবসরপ্রাপ্ত কর্মীরা আবেদন করতে পারবেন। এক্ষেত্রে অবসরপ্রাপ্ত ইন্সপেক্টর থেকে শুরু করে ডেপুটি এসপি, অ্যাডিশন্যাল এসপি পদে কর্মরতরা আবেদন করতে পারেন। তবে, আবেদনকারীদের ক্রিমিন্যাল ইনভেস্টিগেশন কেস/ ইন্টিলিজেন্স ওয়ার্কে নূন্যতম ১০ বছর কাজের অভিজ্ঞতা থাকা প্রয়োজন।

আরও পড়ুন: সূর্যগ্রহণও হবে ইচ্ছে অনুযায়ী! অসম্ভবকে সম্ভব করে ESA-র স্যাটেলাইট উৎক্ষেপণের পথে ISRO

কিভাবে করবেন আবেদন: এই শূন্যপদে আবেদনের আগে প্রার্থীরা অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন। NIA-এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে “হোমপেজ” থেকে “কেরিয়ার”- অপশনে গেলেই সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখতে পাওয়া যাবে। সেখান থেকেই এই বিষয়ে বিস্তারিত তথ্য এবং শর্ত জানতে পারবেন প্রার্থীরা।

আরও পড়ুন: স্মার্টফোন তৈরিতে চিনের চেয়ে এগিয়ে এই ভারতীয় কোম্পানি! সাহায্য করেছে আমেরিকাকেও

কিভাবে হবে নিয়োগ: উল্লেখ্য যে, ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে কর্মীদের। এমতাবস্থায়, আগামী ৬ এবং ৭ মে ২০২৪-এ সম্পন্ন হবে ইন্টারভিউ। নির্ধারিত দিনে বিজ্ঞপ্তিতে দেওয়া ঠিকানায় প্রার্থীদের আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি সঙ্গে নিয়ে পৌঁছে যেতে হবে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর