নিক-প্রিয়াঙ্কার সন্তান প্রাপ্তি বেশ তাড়াতাড়ি!এবারও নিছক গুজব নাকি জল্পনা সত্যি?

   

 

বাংলা হান্ট ডেস্ক : প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাসের বিয়ের পর থেকেই ভক্তদের কৌতূহল, কবে মা হতে পারেন প্রিয়াঙ্কা। সম্প্রতি শোনা গিয়েছে যে তার খুব বেশি দেরি নেই।প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস এই নিয়ে আনুষ্ঠানিক কোনও মন্তব্য না করলেও সম্প্রতি তাঁদের পরিবার পরিকল্পনা নিয়ে কিছু কথা সামনে এসেছে।

 

জানা গেছিল কিছুদিন আগেই যে প্রিয়াঙ্কা চোপড়া গর্ভবতী। কিন্তু খবরটি একেবারেই ভুয়ো। ওই প্রতিবেদনে তার পরে বলা হয়েছে যে নিক জোনাস ও প্রিয়াঙ্কা চোপড়া সন্তানের পরিকল্পনা করছেন এবং খুব তাড়াতাড়িই এই ব্যাপারে সিদ্ধান্ত নিতে চলেছেন।

6ddfb img 20190630 wa0019

তবে টাইমস অফ ইন্ডিয়া-র প্রতিবেদন অনুযায়ী, আগামী বছরই সন্তানের পরিকল্পনা করছেন নিক ও প্রিয়াঙ্কা। এই বছরে দুজনেরই অনেক ব্যস্ততা। তাই আগামী বছরই পরিবার শুরু করার কথা ভাবছেন তাঁরা এবং সুযোগ পেলেই এই নিয়ে আলাপ-আলোচনা করছেন নিক-প্রিয়াঙ্কা এমনটাই জানা গিয়েছে।

সম্পর্কিত খবর