দিওয়ালিতে সমাজসেবায় মন নিখিলের, সেলিব্রেট করলেন মূক ও বধির শিশুদের সঙ্গে, ছবি তুললেন ঋতাভরী

Published On:

বাংলাহান্ট ডেস্ক: নুসরতের সঙ্গে বিচ্ছেদের পরেই যেন নবজন্ম হয়েছে নিখিল জৈনের (nikhil jain)। নিজের সমস্ত মনোযোগ এবং পরিশ্রম ব‍্যবসার পেছনে ঢেলে দিয়েছেন তিনি। এসেছে সাফল‍্যও। বস্ত্রবিপণীর নতুন শাখার জন‍্য মডেলও হয়েছেন নিখিল নিজে। অন‍্য কোনো বিষয়ে ভাবার নাকি সময়ই নেই তাঁর এমনটাই জানিয়েছেন নিখিল।

ব‍্যবসা বাড়ানোর সাফল‍্য উদযাপনে কিছুদিন আগেই পার্টি দিয়েছিলেন নিখিল। উপস্থিত ছিল ইন্ডাস্ট্রির বহু চেনা মুখ। তবে শুধুই ব‍্যবসা নয়, সমাজের জন‍্য কিছু করার জন‍্যও মুখিয়ে ছিলেন তিনি। আর তাই দীপাবলীর দিন ঋতাভরী চক্রবর্তীর (ritabhari chakrabarty) সঙ্গে নিখিল পৌঁছে যান মূক ও বধিরদের স্কুলে।


একেবারে অন‍্য রকম ভাবে এবার দীপাবলী কাটালেন নিখিল। শিশুদের মাঝে হই হুল্লোড় করতে দেখা গিয়েছে তাঁকে। সকলের সঙ্গে কেক কাটলেন তিনি। শিশুদের জন‍্য দীপাবলীর উপহারও নিয়ে গিয়েছিলেন নিখিল। নিজের কোম্পানি থেকে জামাকাপড় দিয়েছেন তিনি শিশুদের। সেই সমস্ত ছবি, ভিডিও সোশ‍্যাল মিডিয়ায় শেয়ার করেছেন ঋতাভরী। নিখিলকে ধন‍্যবাদও জানিয়েছেন তিনি।

https://www.instagram.com/p/CV2EA3FPpJM/?utm_medium=copy_link

ঋতাভরী লিখেছেন, ‘আইডিয়াল স্কুল ফর দ‍্য ডেফ এ আমার বাচ্চাদের সঙ্গে দিওয়ালি সেলিব্রেশন। নিখিল জৈন ও রঙ্গোলি ইন্ডিয়া অনেক ধন‍্যবাদ উপহার গুলোর জন‍্য। ওদের মুখের হাসিই জানান দিচ্ছে দিওয়ালির পোশাক কতটা পছন্দ হয়েছে ওদের।’ নিখিল জানান ঋতাভরীই তাঁকে আমন্ত্রণ জানিয়েছিলেন। কালীপুজোর সকালটা খুবই ভাল কেটেছে বলে জানান তিনি।

https://www.instagram.com/p/CV3F7CTv_4e/?utm_medium=copy_link

সম্প্রতি পুরুষদের জন‍্য বিশেষ পোশাকের কালেকশন নিয়ে নিখিল খুলে ফেলেছেন তাঁর বস্ত্র বিপণির নতুন শাখা ‘রাঞ্ঝ’। সেই উপলক্ষেই এক বড়সড় পার্টির আয়োজন করেছিলেন নিখিল। সেখানেই আমন্ত্রিত ছিলেন সৌমিতৃষা সহ টলি ও টেলিপাড়ার আরো বহু পরিচিত মুখ।

নিখিলের সঙ্গে আলাদা করে ছবি তোলার পাশাপাশি  অপর একটি ছবিতে দেখা মিলল ‘বকুল’ ওরফে ঊষসী রায়ের। দুই নায়িকা কাঁধে কাঁধ মিলিয়েও ছবি তুললেন। পার্টিতে উপস্থিত ছিলেন অঙ্কুশ হাজরা, ঐন্দ্রিলা সাহা, নীল ভট্টাচার্য্য ও তৃণা সাহাও। সকলেই এই নতুন উদ‍্যোগের জন‍্য শুভেচ্ছা জানিয়েছেন নিখিলকে।

সম্পর্কিত খবর

X