কষ্ট না করলে কেষ্ট মেলে না, প্রবাদ সত‍্যি করলেন নুসরতের ‘স্বামী’ নিখিল জৈন

Published On:

বাংলাহান্ট ডেস্ক: পুরনো তিক্ত সময় ভুলে নতুন শুরুর দিকে পা বাড়িয়েছেন অভিনেত্রী সাংসদ নুসরত জাহানের (nusrat jahan) ‘স্বামী’ নিখিল জৈন (nikhil jain)। গত বছরের শেষ থেকেই দুজনের সম্পর্কে চিড় ধরতে শুরু করেছিল। সময়ের সঙ্গে সঙ্গে তা আরো স্পষ্ট হয়েছে। নুসরতের সন্তানসম্ভবা হওয়ার গুঞ্জন ও তাঁদের বিয়েটাকে লিভ ইন এর তকমা পাওয়ার পর থেকেই নুসরত চ‍্যাপ্টার পুরোপুরি ভুলে নিজেকে ভালো রাখার দিকে মন দিয়েছেন নিখিল।

তাঁর ইনস্টাগ্রাম হ‍্যান্ডেল এখন কার্যত শরীরচর্চার আখড়া স্বরূপ হয়ে উঠেছে। নিজেকে ভালো রাখতে, সমস্ত নেতিবাচকতা থেকে দূরে রাখতে শরীরচর্চার দিকে মন দিয়েছেন নিখিল। অতি সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে ‘পোস্ট ওয়ার্কআউট’ ছবি শেয়ার করেছেন তিনি। কালো জিমের পোশাকে ঘর্মাক্ত শরীরে মাটিতে বসে থাকতে দেখা গিয়েছে নিখিলকে। ছবির সঙ্গে তিনি জুড়ে দিয়েছেন, ‘কষ্ট না করলে উন্নতি হয় না’।


নেটদুনিয়ার নতুন হিরো এখন নিখিল জৈন। তিনি যাই পোস্ট করেন তাই ভাইরাল হয়ে যায়। এক একটি ছবিতে হাজার হাজার লাইক। হঠাৎ করেই নিখিলের ব‍্যক্তিগত জীবন অত‍্যন্ত আগ্রহী হয়ে উঠেছেন নেটিজেনরা। তৈরি হয়েছে তাঁর ফ‍্যানক্লাব। উপরন্তু মুম্বই নিবাসী বাঙালি অভিনেত্রী ত্রিধা চৌধুরীর সঙ্গে তাঁর সম্পর্কের গুঞ্জনও এখন বাজারে হটকেক।

সম্প্রতি কলকাতায় এসেছিলেন ত্রিধা। তবে নেহাতই কাজের সূত্রে শহরে এলেও অনেকেই দাবি করেছেন কলকাতায় থাকার সময় প্রায়ই নাকি নিখিলের সঙ্গে সময় কাটাতে দেখা গিয়েছে ত্রিধাকে। এই বিষয়ে মুখ খুলেছেন অভিনেত্রী। তাঁর বক্তব‍্য, ব‍্যক্তিগত জীবনের থেকে তাঁর কাজ নিয়ে আলোচনা হলে বেশি খুশি হবেন তিনি। তবে যদি তাঁর ডেটিং জীবন নিয়ে মানুষের বেশি আগ্রহ থাকে তবে তাঁর কিছু করার নেই।


ত্রিধা স্বীকার করেছেন কলকাতায় এসে নিখিলের সঙ্গে দেখা করেছেন তিনি তবে সেটা একবারই। কফি খেতে খেতে আড্ডা দিয়েছেন তাঁরা। উপরন্তু ত্রিধা জানান, গত দু বছর ধরে হাসিখুশি থাকার অভ‍্যাস করে চলেছেন তিনি। নিজের চারপাশের মানুষকে অনুপ্রাণিত করার চেষ্টা করেন তিনি। নুসরত নিখিলের বিবাহ বিচ্ছেদে বড়সড় প্রভাব পড়েছে নিখিলের জীবনে। এই সময়টা নিখিলের পাশে থাকতে চান ত্রিধা। নিখিলকে মনের জোর যুগিয়েছেন তিনি, এমনটাই জানান অভিনেত্রী।

সম্পর্কিত খবর

X