বাংলা হান্ট ডেস্কঃ নির্ভয়ার (Nirbhaya) চার দোষী ফাঁসির সাজা থেকে বাঁচার জন্য এখনো আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। এবার দোষীদের দিল্লী হাইকোর্টে Delhi Highcourt) আবেদন দাখিল করে ফাঁসির সাজা রদ করার আর্জি জানিয়েছে। এই আবেদনে আর কিছুক্ষণের মধ্যে শুনানি হবে। শোনা যাচ্ছে যে, হাইকোর্টে দুই বিচারকের বেঞ্চ এই মামলার শুনানি করবে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, অভিযুক্তদের আইনজীবী এপি সিং সেশন কোর্টে ফাঁসি দেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে পিটিশন দাখিল করেছে। উল্লেখ্য, নির্ভয়ার চার দোষীকে আগামীকাল শুক্রবার সকাল ৫ঃ৩০ ফাঁসি দেওয়া হবে।
এর আগে এই মামলায় দোষী পবন গুপ্তার আইনজীবী কিউরেটিভ আবেদন দাখিল করেছিল, সেটা আদালত খারিজ করে দিয়েছে। আরেকদিকে পবন আর অক্ষয়ের দ্বিতীয় আবেদন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ খারিজ করে দিয়েছেন। এর সাথে সাথে আজ পাটিয়ালা হাউস কোর্টও দোষীদের তরফ থেকে দাখিল আবেদন খারি করে দিয়েছে।
ওই আবেদনে ফাঁসির সাজা রদ করার আবেদন করা হয়েছিল। এরপর মেনে নেওয়া হচ্ছিল যে, চার দোষীদের ফাঁসি শুক্রবার সকালে নির্ধারিত সময়েই ফাঁসি দেওয়া হবে। এবার আবারও আদালতে গিয়ে এরা ফাঁসি আটকানোর চেষ্টা শুরু করে দিয়েছে।