বাংলাহান্ট ডেস্ক: সুশান্ত সিং রাজপুতের (sushant singh rajput) মৃত্যু তদন্তের দায়ভার দেওয়া হোক সিবিআইকে (CBI), এই দাবিতে এবার সরব হলেন নির্ভয়ার আইনজীবী সীমা সমৃদ্ধি (seema samridhi)। নির্ভয়ার গণধর্ষণকাণ্ডে ন্যায় বিচার পেতে, দোষীদের শাস্তি দিতে দীর্ঘ ৭ বছর ধরে লড়াই চালিয়েছিলেন তিনি। এবার সুশান্ত মামলায় সরব হলেন সীমা সমৃদ্ধি।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে সুশান্তের মৃত্যু মামলায় সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন সীমা সমৃদ্ধি। শুক্রবার একটি টুইট করেন তিনি। লেখেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী জি, সুশান্ত সিংয়ের মৃত্যুর সত্যি কারনটা জানার অধিকার আমাদের সব ভারতীয়র আছে। কিন্তু এক মাসের বেশি সময় অতিবাহিত হওয়ার পরেও মুম্বই পুলিস সত্যিটা উদঘাটন করতে ব্যর্থ হয়েছে। আপনার কাছে অনুরোধ আমাদের সবার প্রিয় অভিনেতার মামলার তদন্তের দায়ভার আপনি সিবিআইকে দিন’।
माननीय प्रधानमंत्री जी,सुशांत सिंह की मृत्यु का सच जानने का हम हर भारतीय का अधिकार है।लेकिन एक माह से ज्यादा समय हो जाने के बाद भी मुंबई पुलिस सच सामने लाने में नाकामयाब रही है।आपसे अनुरोध हम सब के पसंदीदा हीरो का केस आप सीबीआई को दीजिये।🙏🙏@AmitShah @PMOIndia @narendramodi pic.twitter.com/3BZqYeo5TV
— Adv Seema Samridhi Kushwaha (@Seemasamridhi) July 17, 2020
প্রথম থেকেই সোশ্যাল মিডিয়ায় সুশান্ত অনুরাগীরা অভিনেতার মৃত্যুতে সিবিআই তদন্তের দাবিতে অনড় রয়েছেন। কয়েকজন তারকা এবং রাজনৈতিক ব্যক্তিত্বও তাদের এই দাবিতে সুর মিলিয়েছেন। সম্প্রতি লোকসভার প্রাক্তন সাংসদ পাপ্পু যাদব সিবিআই তদন্তের দাবি জানিয়ে চিঠি লেখেন অমিত শাহকে। সেই চিঠি প্রাপ্তি স্বীকার করে উত্তর দেন স্বরাষ্ট্রমন্ত্রী।
চিঠির প্রত্যুত্তরে অমিত শাহ লেখেন, ‘আপনার চিঠি ২০২০র ১৬ জুন পেয়েছি যার মাধ্যমে আপনি অভিনেতা সুশান্ত রাজপুতের আত্মহত্যা মামলার তদন্ত কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাকে দিয়ে করাতে চেয়েছেন। আপনার চিঠির বিষয় বস্তু কর্ম ও প্রশিক্ষণ বিভাগের অন্তর্গত। চিঠি সংশ্লিষ্ট বিভাগে পাঠিয়ে দেওয়া হয়েছে।’
সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন সুশান্তের বান্ধবী রিয়া চক্রবর্তীও। অমিত শাহের কাছে তিনি অনুরোধ জানান, অভিনেতার মৃত্যু তদন্তের দায়ভার সিবিআইকে দেওয়া হোক।