G-20 বৈঠকে ভারতের দিকে দৃষ্টি পুরো বিশ্বের, আর্থিক পরিস্থিতি সামলাতে নির্মলা সীতারমন দিলেন পরিকল্পনা

বাংলাহান্ট ডেস্কঃ সম্প্রতি জি -২০ (G-20) দেশের অর্থমন্ত্রী এবং কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের সাথে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। করোনা ভাইরাসের (COVID-19) হাত থেকে প্রতিকার পাওয়াই ছিল এই বৈঠকের মূল বিষয়। এই বৈঠকে প্রতিনিধিত্ব কারী সৌদ আরবের অর্থমন্ত্রীর প্রশংসা করলেন ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এই বৈঠক ভিডিও কনফারেন্সের মাধ্যমে সামাজিক দূরত্ব বজায় রেখে করা হয়।

image 57

বৈঠকের শুরুতেই নির্মলা সীতারামন (Nirmala Sitharaman) বলেন, ‘বিশ্বের সকল দেশকে একত্রিত হয়ে করোনার বিরুদ্ধে লড়াই করতে সহযোগিতা করার জন্য আহ্বান জানান। যাতে করে অর্থনীতি দুর্বল না হয়ে পড়ে এবং বৈশ্বিক অর্থনীতিকে যাতে বাঁচানো যায়। এই কাজে ভারত নিজের অবস্থানকে যথেষ্ট মজবুত রাখার চেষ্টা করছে। মানুষের জীবন এবং জীবিকা উভয়ই বাঁচাতে হবে। এবং তার জন্য আমাদের ঠান্ডা মাথায় কাজে মনোনিবেশ করতে হবে এবং অর্থনীতিতে স্থিতিশীলতা আনতে হবে’।

তিনি আরও বলেন, ‘ভারত সরকার দেশের নাগরিকদের সুরক্ষা এবং সংকটের থেকে রক্ষা করতে তৎপরতার সাথে কাজ করছে। ভারত সরকার ৩২ কোটি লোকের মধ্যে প্রায় ৩.৯ আরব ডলার ভাগ করে দিয়েছেন। এই ত্রাণ সরাসরি মানুষের কাছে পৌঁছাতে ডিজিটাল প্রযুক্তি অনেক সাহায্য করেছে। এর জন্য নাগরিকদের বাইরে আসার দরকার পরেনি।। এই ত্রাণের ফলে দারিদ্র্য সীমার নীচে থাকা মানুষজনদের মনে স্বস্তি এনে দিয়েছে। এছাড়াও RBI -ও ৫০ আরব ডলার দিয়ে সাহায্য করছে’।

corona 7

ভারতের অর্থমন্ত্রী এগুলো ছাড়াও আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ের উপর বক্তব্য রাখেন। তবে সমস্ত দেশবাসী আশা করেছিল যে বিশ্ব খুব শীঘ্রই এই করোনা ভাইরাসের সংকট থেকে বেরিয়ে আসবে। মুক্তির পর খুঁজতে মরিয়া এখন সব দেশ। এই ভাইরাসের সংক্রমণকে এড়াতে তাই ভারতে দ্বিতীয় দফার লকডাউন অবস্থা আগামী ৩ রা মে পর্যন্ত জারী করা হয়েছে।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর