‘পরবর্তী মেয়াদের জন্য অনেক শুভেচ্ছা’- জয়ী মমতা ব্যানার্জিকে শুভেচ্ছা জানালেন বিজেপি মন্ত্রীরা

Published On:

বাংলাহান্ট ডেস্কঃ সকাল থেকে টানটান উত্তেজনা নিয়ে শুরু হয়েছিল গণনা। বেলা গড়াতেই তৃণমূলের দিকে পাল্লা ভারী ছিল। হাড্ডাহাড্ডি লড়াই শেষে আবারও বাংলার ক্ষমতায় ফিরছে সবুজ শিবির। অন্যদিকে হেভিওয়েট নন্দীগ্রামেও জয়ী বাংলার মেয়ে মমতা ব্যানার্জি (Mamata Banerjee)।

Nirmala Sitharaman and Rajnath Singh wishes Mamata Banerjee

বাংলার তৃণমূলের এই বিরাট ব্যাবধানে জয়ের পর মমতা ব্যানার্জিকে শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রীত্বরা। ১২০০ ভোটে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীকে হারিয়ে নন্দীগ্রামে জয়লাভ করেছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি।

তৃণমূলের জয় নিশ্চিত হওয়ার পর কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ অভিনন্দন জানান মুখ্যন্ত্রী মমতা ব্যানার্জিকে। ট্যুইটে লেখেন, ‘বাংলার মুখ্যমন্ত্রীকে অনেক অভিনন্দন। মমতা ব্যানার্জিকে অনেক শুভেচ্ছা মুখ্যমন্ত্রী পদে পরবর্তী মেয়াদের জন্য। আমার শুভকামনা থাকল তাঁর জন্য’।

শুভেচ্ছা জানিয়ে ট্যুইট করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণও। ট্যুইটে লেখেন, ‘দিদিকে অনেক অভিনন্দন বিধানসভা নির্বাচনে জয়লাভের জন্য। তাঁর পরবর্তী মেয়াদের জন্য অনেক অনেক শুভেচ্ছা’।

সম্পর্কিত খবর

X