মেগা পরিকল্পনা! ভবিষ্যতে দেশে চলবে না পেট্রোল-ডিজেল গাড়ি, স্পষ্ট জানালেন নীতিন গড়করি

বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে দেশের (India) পরিবহণ ব্যবস্থাকে সামগ্রিকভাবে উন্নত করে তোলা হচ্ছে। এমতাবস্থায়, প্রাক্তন সড়ক ও পরিবহণ মন্ত্রী নীতিন গড়করি (Nitin Gadkari) দেশে চলমান যানবাহন সম্পর্কিত তাঁর নীতিগুলি স্পষ্ট করেছেন। ২০২৪ সালের লোকসভা নির্বাচনের জন্য একটি জনসভায় নীতিন গড়করি বলেছিলেন যে, সরকার ভারতে ক্লিনার এবং আরও সাস্টেনেবল ট্রান্সপোর্টেশন সলিউশন নিয়ে আসার চেষ্টা করছে।

বড় দাবি নীতিন গড়কড়ির: ওই জনসভায় গড়করি জানিয়েছিলেন, “আমি চাই আগামী ১০ বছরের মধ্যে পেট্রোল এবং ডিজেলে চালানো যানবাহনগুলি সম্পূর্ণভাবে বন্ধ করা উচিত।” এর পাশাপাশি গড়করি পেট্রোল এবং ডিজেল চালিত যানবাহনের পরিবর্তে বাজারে বৈদ্যুতিক যানবাহন চালু করার কথা জানান।

Nitin Gadkari clearly stated that petrol-diesel cars will not run in the country in the future.

তিনি জানিয়েছিলেন, “আজকের সময়ে, বৈদ্যুতিক স্কুটার, গাড়ি এবং বাস একটি দুর্দান্ত বিকল্প হিসেবে আবির্ভূত হয়েছে। ডিজেলে ১০০ টাকা খরচ হলে বিদ্যুতের ক্ষেত্রে খরচ হবে মাত্র ৪ টাকা।

আরও পড়ুন: মোদী ৩.০! তৃতীয়বার প্রধানমন্ত্রী নমো, আর কে কে হলেন মন্ত্রী? দেখুন তালিকা

গড়কড়ির ভবিষ্যৎ পরিকল্পনা: প্রসঙ্গত উল্লেখ্য, গড়করি ইতিমধ্যেই ICE ভেইক্যালস ব্যবহার বন্ধ করার কথা বলেছেন। তবে কোনো সময়সীমা বেঁধে দেননি প্রাক্তন মন্ত্রী। এদিকে, নীতিন গড়করি আরেকটি লক্ষ্য নির্ধারণ করেছেন যে, তিনি হাইব্রিড যানবাহনের ক্ষেত্রে GST কমানোর চেষ্টা করবেন এবং দেশ থেকে প্রায় ৩৬ কোটি পেট্রোল এবং ডিজেল গাড়ি সরানোর চেষ্টা করবেন।

আরও পড়ুন: কাশ্মীরের প্রসঙ্গে একই সুর পাকিস্তান-চিনের! সুযোগ পেয়েই ভারতের বিরুদ্ধে উগরে দিল বিষ

কি জানিয়েছেন তিনি: PTI-এর সাথে কথা বলার সময়ে নিতিন গড়করি তাঁর লক্ষ্যে আস্থা প্রকাশ করেছিলেন এবং বলেছিলেন যে, “১০০ শতাংশ এটি ঘটবে। এই কাজ কঠিন হতে পারে, কিন্তু অসম্ভব নয়। এটা আমার বিশ্বাস।” উল্লেখ্য যে, নীতিন গড়করি ক্রমাগত বৈদ্যুতিক গাড়ির ব্যবহারের ওপর জোর দিচ্ছেন। পাশাপাশি, বর্তমানে ভারতে বৈদ্যুতিক গাড়ির চাহিদা বৃদ্ধিও পেয়েছে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর