দেড় লক্ষেরও বেশি বাইক দুর্ঘটনা, প্রাণ গিয়েছে ৫৬ হাজারের বেশি! ভয়ঙ্কর তথ্য দিলেন নীতিন গড়করি

বাংলা হান্ট ডেস্কঃ  সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়করি বুধবার সংসদে বলেছেন, 2020 সালে ভারতে 1,58,964 টি দু চাকা গাড়ি দুর্ঘটনার শিকার হয়, যার মধ্যে 56,873 জন প্রাণ হারিয়েছেন। তিনি আরও বলেন যে, 2019 সালে ভারত জুড়ে এই দুর্ঘটনায় 56,136 জন মারা যান এবং দুর্ঘটনার সংখ্যা ছিল 167,184 জন।

গডকরি আরও বলেছেন যে, সড়ক দুর্ঘটনা প্রতিরোধের জন্য, সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রক একটি বহুমুখী কৌশল নিচ্ছে যা সড়ক নিরাপত্তার সমস্যা মোকাবিলা করবে। ভারত সেই দেশগুলির মধ্যে একটি যেখানে সড়ক দুর্ঘটনায় সবচেয়ে বেশি মৃত্যু হয়। একটি প্রতিবেদন জানায়, ভারতে প্রতি বছর প্রায় সাড়ে চার লক্ষ দুর্ঘটনা ঘটে ও প্রায় দেড় লক্ষ লোক মারা যায়। প্রকৃতপক্ষে, সড়ক দুর্ঘটনায় সবচেয়ে বেশি মৃত্যুর সংখ্যা ভারতে।

এসব সড়ক দুর্ঘটনার বেশির ভাগ অবশ্য দুই চাকার গাড়ি। যেখানে ট্রাফিক নিয়ম না মানা একটি কারণ আবার একই সঙ্গে সড়কের বেহাল দশাও আরেকটি কারণ।

দুই চাকার সাথে জড়িত এই সড়ক দুর্ঘটনা রোধ করার জন্য MoRTH বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। এটি সকল গাড়ি নির্মাতাদের 125cc এর উপরে ইঞ্জিন স্থানচ্যুতি বিশিষ্ট সমস্ত দুই চাকার গাড়িতে এন্ট্রি ব্রেক সিস্টেম যোগ করতে বলেছে। ট্রাফিক নিয়ম ভঙ্গের জন্য জরিমানার পরিমাণও বর্তমানে যথেষ্ট বাড়িয়েছে সরকার। এরফলে আশা করা হচ্ছে, বর্তমানে যে সংখ্যায় দেশে গাড়ি দুর্ঘটনা হচ্ছে, তার অনেকটাই লাঘব করা যাবে। তবে দিনের শেষে মানুষকেও যে নিজেদের সুরক্ষার বিষয়ে নজর দিতে হবে, সেকথাও স্বীকার করে নিয়েছে দেশের অধিকাংশ মানুষ।

Sayan Das

সম্পর্কিত খবর