বাংলা হান্ট ডেস্কঃ ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিংয়ের (Arjun Singh) জন্য বড় স্বস্তির খবর। একাধিক মামলায় আপাতত তাঁর বিরুদ্ধে কোনও কঠোর পদক্ষেপ নেওয়া যাবে না বলে জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি শম্পা দত্ত পালের ডিভিশন বেঞ্চ মঙ্গলবার জানিয়েছে, ১০ নভেম্বর পর্যন্ত অর্জুন সিংকে গ্রেপ্তার করা যাবে না।
অর্জুন সিং এর বিরুদ্ধে ১০ টি এফআইআর দায়ের
ঘটনা শুরু হয় সেপ্টেম্বরের ১০ থেকে। ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের বিভিন্ন থানায় অর্জুন সিংয়ের (Arjun Singh) বিরুদ্ধে একদিনে ১০টি এফআইআর দায়ের হয়। কারণ, সম্প্রতি নেপালের গণঅভ্যুত্থান নিয়ে মন্তব্য করতে গিয়ে বাংলা প্রসঙ্গ টেনে তিনি ‘সরকার ফেলে দেওয়ার ইঙ্গিত’ দিয়েছিলেন বলে অভিযোগ ওঠে।
এর পর থেকেই শুরু হয় তীব্র বিতর্ক ও আইনি ঝড়। এই সময়ের মধ্যে ব্যারাকপুর কমিশনারেটের অন্তর্গত একাধিক থানায় মোট ৫৬টি অভিযোগ দায়ের হয় তাঁর বিরুদ্ধে। সেই সব মামলার বিরুদ্ধে অর্জুন সিং (Arjun Singh) হাইকোর্টে চ্যালেঞ্জ জানান।
হাইকোর্টের নির্দেশে রক্ষাকবচ
মঙ্গলবারের শুনানিতে আদালত জানিয়েছে, এই সমস্ত মামলার কোনওটিতেই পুলিশ অর্জুন সিংকে (Arjun Singh) গ্রেপ্তার বা কঠোর পদক্ষেপ নিতে পারবে না। ফলে কার্যত আদালতের রায়েই আপাতত রক্ষাকবচ পেলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ।
যেসব মামলায় অর্জুন সিং সুপ্রিম কোর্টে স্বস্তি পাননি, সেই ক্ষেত্রেও হাই কোর্ট জানিয়েছে, তিনি আগামী ৬ সপ্তাহের মধ্যে আগাম জামিনের আবেদন করতে পারবেন। এই সময়ের মধ্যে তাঁকে গ্রেপ্তার করা যাবে না। অর্থাৎ অন্তত নভেম্বরের ১০ তারিখ পর্যন্ত তিনি গ্রেপ্তার হওয়া থেকে ভয়মুক্ত।

আরও পড়ুনঃ SSKM হাসপাতালে নাবালিকার শ্লীলতাহানি! ৭২ ঘণ্টার মধ্যে রিপোর্ট চাইল স্বাস্থ্যভবন
এই রায় ঘিরে ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে আলোচনা। বিরোধীরা বলছে, অর্জুন সিংয়ের (Arjun Singh) মন্তব্য ছিল ‘দায়িত্বজ্ঞানহীন’, অন্যদিকে বিজেপি বলছে, “অর্জুন সিংয়ের কণ্ঠরোধের চেষ্টা চলছে।” আপাতত আদালতের রক্ষাকবচে খানিক স্বস্তির নিঃশ্বাস ফেললেন ব্যারাকপুরের এই প্রাক্তন সাংসদ।













