বাংলাহান্ট ডেস্ক : নয় নয় করে দেশের প্রায় ৪০ কোটিরও বেশি নাগরিক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (State Bank of India) গ্রাহক। ফলে, স্টেট ব্যাঙ্কের যেকোনও নিয়ম বদল সরাসরি প্রভাব ফেলে কয়েক কোটি পরিবারের ওপর। ২০২০ সালে এসবিআই তাদের ‘মিনিমাম ব্যালেন্সে’র নীতি পরিবর্তন করার ফলে রীতিমতো সমস্যায় পড়েছিলেন আমজনতা। এবার স্টেট ব্যাঙ্কের তরফে মাসিক ন্যূনতম ব্যালেন্সের ক্ষেত্রে নয়া পদক্ষেপ নিতেই জনসাধারণের কিছুটা সুরাহা হবে বলেই মনে করা হচ্ছে।
জানা গিয়েছে, সমস্ত সেভিংস অ্যাকাউন্টে যে গড় ন্যূনতম মাসিক ব্যালেন্সের পদ্ধতি চালু ছিল তা বন্ধ করা হচ্ছে। এই প্রসঙ্গে বলে রাখা দরকার, ২০২০ সালে এসবিআইয়ের তরফে যে ‘মিনিমাম ব্যালেন্সে’র নীতি চালু ছিল সেক্ষেত্রে মেট্রো শহরের জন্য ৩০০০ হাজার টাকা, শহরতলীর ক্ষেত্রে ১৫০০ টাকা আর গ্রামীণ এলাকার জন্য ৫০০ টাকা অ্যাকাউন্টে রাখতেই হত। এর কম টাকা থাকলে মোটা টাকা ফাইন করে কেটে নিত ব্যাঙ্ক।
তবে, এবার থেকে আর কোনও রকম টাকা কাটা হবে না। শুধু তাই নয়, থাকছে না ন্যূনতম ব্যালেন্স রাখার কোনও নিয়মও। আসলে, স্টেট ব্যাঙ্কের আগের ‘মিনিমাম ব্যালেন্স’ নীতি নিয়ে তীব্র অসন্তোষ দেখা দিয়েছিল গ্রাহকদের মধ্যে। বিশেষ করে মেট্রো শহরে ন্যূনতম ব্যালেন্স রাখার পরিমানটা অনেকটাই ছিল সেকারণেই আরও বেশি সমস্যা হচ্ছিল গ্রাহকদের। এই নিয়ে অনেকে আপত্তি জানাতেই নয়া নিয়ম কার্যকর করা হয়।
নতুন নিয়মে এসবিআইয়ের তরফে জানানো হয়, সেভিংস অ্যাকাউন্ট খোলার ১৪ দিনের মধ্যে আপনি যদি সেটা বন্ধ করতে চান, সেক্ষেত্রে কোনও ক্লোজিং চার্জ দিতে হবে না। কেবলমাত্র, যে শাখায় আপনার অ্যাকাউন্ট রয়েছে, সেখানে গিয়ে সেভিংস অ্যাকাউন্ট ‘ক্লোজ’ করলেই হবে। তবে, ১৪ দিনের পর থেকে ১ বছরের মধ্যে হলে ৫০০ টাকা চার্জ দিতে হবে। সেভিংস অ্যাকাউন্ট ১ বছরের পুরনো হলে তা ক্লোজ করতে গেলে কোনও চার্জ দেওয়ার প্রয়োজন নেই।