মেট্রোর কামরায় নেচে গেয়ে ‘রিল’ বানানোয় নিষেধাজ্ঞা, উৎসবের মুখেই বড় পদক্ষেপ কর্তৃপক্ষের

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : মেট্রোয় উঠে আর সোশ্যাল মিডিয়া রিলস বানানো বন্ধ। উৎসবের মুখে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের জন্য এল বড় দুঃসংবাদ। মেট্রোর (Metro) মধ্যে আর কোনোরকম সোশ্যাল মিডিয়া কনটেন্ট বানানো যাবে না। যাত্রীদের জন্য কড়া নিষেধাজ্ঞা জারি করে দিল মেট্রো কর্তৃপক্ষ। উৎসবের ঠিক মুখেই এল এই নিষেধাজ্ঞা।

মেট্রোয় (Metro) আর বানানো যাবে না রিলস

জানা গিয়েছে, দিল্লি মেট্রোর তরফে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে রিলসের উপরে। সংবাদ মাধ্যম সূত্রে খবর, দিল্লি মেট্রো (Metro) রেল কর্পোরেশনের তরফে একটি উদ্যোগ শুরু করা হয়েছে। সেখানে বলা হয়েছে, মেট্রো চত্বরে কোনও যাত্রী নাচ, গানের রিলস বা ভিডিও শুট করতে পারবেন না। দিল্লি মেট্রোর (Metro) সমস্ত লাইনের জন্যই এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে খবর। গত ১৪ সেপ্টেম্বর থেকে এই নতুন নিয়ম কার্যকর হয়েছে। নিয়মটি যাতে সর্বত্র কার্যকর হয় তা নিশ্চিত করা হবে।

No more reel shooting in metro

কী বলেছে কর্তৃপক্ষ: উল্লেখ্য, মেট্রো (Metro) রেলওয়ে আইন ২০০২ এ সোশ্যাল মিডিয়া রিল ভিডিওর ব্যাপারে নির্দিষ্ট ভাবে কিছু উল্লেখ করা হয়নি। তবে ডিএমআরসি কর্মকর্তারা স্পষ্ট করে দিয়েছেন, স্টেশন বা ট্রেনের ভেতরে ‘উদ্বেগ সৃষ্টি’ করলে নিয়ম লঙ্ঘনকারীদের জরিমানা হতে পারে। মেট্রো (Metro) যাত্রীরা যাতে কোনোরকম সমস্যায় না পড়েন তার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

আরও পড়ুন : নিশ্চিন্তে সারুন পুজো পরিক্রমার প্ল্যান, পঞ্চমী থেকেই ‘নাইট স্পেশ্যাল’ ৩১ টি বাড়তি লোকাল শিয়ালদহ ডিভিশনে

বারেবারে ভাইরাল হয়েছে রিল: উল্লেখ্য, গত কয়েক বছরে বারেবারে দিল্লি মেট্রোর (Metro) এমন কিছু ঘটনা উঠে এসেছে সংবাদ শিরোনামে। কখনও মেট্রোর মধ্যে উদ্দাম নাচের রিল, কখনও ‘গেট রেডি উইথ মি’ ভিডিও শুট করতে দেখা গিয়েছে অনেককে। সম্প্রতি দিল্লি মেট্রোর (Metro) ইয়েলো লাইনে এমন ভিডিও ভাইরাল হওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে।

আরও পড়ুন : সাড়ে সাত টনের পদ্মার ইলিশে বাজার বোঝাই, দাম কেমন? স্বাদের সঙ্গে আপোস করতে হবে না তো?

এমন ভিডিওর জেরে বারে বারে সমালোচনার মুখে পড়েছে দিল্লি মেট্রো। এমনকি কিছু কিছু ক্ষেত্রে সহযাত্রীদের পোশাক আশাকের শালীনতা নিয়েও প্রশ্ন উঠেছে। তাই এবার বড় পদক্ষেপ নিল দিল্লি মেট্রো কর্তৃপক্ষ।