সীমান্ত অঞ্চলে সেনা মোতায়েন বন্ধ না করলে, হবে না শান্তি চুক্তি, সাফ জানিয়ে দিলেন চীনের ভারতীয় রাজদূত

বাংলাহান্ট ডেস্কঃ লাদাখে চীনের (China) প্রতিটি পদেক্ষেপের উপর নজর রাখছে ভারত (India) সরকার, পরিষ্কার জানিয়ে দিলেন ভারতীয় রাজদূত বিক্রম মিশ্র (Vikram Misri)। একদিকে চীন সীমান্ত এলাকায় শান্তি স্থাপনের কথা বলেও, পরক্ষণে সীমান্ত এলাকায় লাগাতার সেনার সংখ্যা বাড়িয়ে চলেছে। এরই মধ্যে ভারত দিল চীনকে কড়া হুঁশিয়ার- যতদিন না চীন সীমান্ত এলাকায় নিজেদের নিম্ন আচরণ বন্ধ করবে না চীন, ততদিন পর্যন্ত শান্তি চুক্তি সম্ভব নয়।

চীনকে ভারত্যের হুঁশিয়ার
চীনে অবস্থিত ভারতীয় রাজদূত বিক্রম মিশ্র সাফ জানিয়ে দিলেন, LAC-তে সেনা ঘাঁটি বানানো বন্ধ না করলে, শান্তি চুক্তি সম্ভব নয়। গালওয়ান ঘাঁটিতে চীনের দাদাগিরি একদমই গ্রহণ যোগ্য নয়। জোরজারি করে কোন লাভ নেই। দুই দেশের দ্বিপাক্ষিক বৈঠকেই সব সমস্যার সমাধান করা হবে। লাদাখে চীনের কূটনৈতিক কোন চালই আর কাজে লাগবে না। সেই সঙ্গে ব্যর্থ হবে চাইনিজ সেনারাও।

Vikram Misri e1593235504196

মিথ্যে বলা বন্ধ করতে হবে চীনকে
চীন যদি চায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসুক, তাহলে মিথ্যে বলা বন্ধ করতে হবে চীনকে। এবং যতক্ষণ না পর্যন্ত তার প্রমাণ পাচ্ছে ভারত সরকার, ততক্ষণ পর্যন্ত কিছুই হবে না। সীমান্ত এলাকায় সংঘর্ষের পর দুই দেশের সেনাকেই পিছিয়ে আসতে বলা হলেও, চীন কোন কথাই শুনতে নারাজ। স্যাটেলাইট মারফত জানা গেছে, সেনা কমানোর বদলে, বিভিন এলাকায় উল্টে সেনা বাড়াচ্ছে চীন। প্যাঙ্গোং জিলের কিনারায়, কোঙ্গাকা, হট স্প্রিং-এর ক্ষেত্রে এমনকি গালওয়ান সীমান্ত এলাকাতেও সেনা বাড়াচ্ছে চীন।

featured image 1

প্রস্তুত ভারতীয় সেনা
পরিস্থিতি বেগতিক হচ্ছে দেখে লাদাখে ভারতীয় বায়ুসেনা এবং স্থলসেনা যুদ্ধাভ্যাস চালাচ্ছে। নির্মাণ কার্য দ্রুত শেষ করার জন্য ঝাড়খণ্ড থেকে প্রায় ১১ হাজার শ্রমিক লে অঞ্চলে নিয়ে আসা হয়েছে। এই পরিস্থিতিতে কূটনৈতিক দিক এবং সামরিক দিক উভয় দিক থেকেই চীনকে টেক্কা দিতে প্রস্তুত হচ্ছে ভারতীয় সেনা।

Smita Hari

সম্পর্কিত খবর