বাংলা হান্ট নিউজ ডেস্ক: ভারতীয় দলের টেস্ট অধিনায়ক বিরাট কোহলি নিশ্চিতরূপেই বর্তমানে প্রজন্মের সেরা ক্রিকেটার। গত বেশকিছু বছর ধরেই বিশ্বক্রিকেটে দাপট দেখিয়ে চলেছেন বিরাট। বিশ্বের যে কোনও শ্রেষ্ঠ ক্রিকেট একাদশে তিনি হবেন অটোমেটিক চয়েস। কিন্তু কল্পনা করুন যে একজন অভিজ্ঞ তারকা তার সর্বকালের সেরা একাদশে বিরাট কোহলিকে জায়গা দিচ্ছেন না, তাহলে ব্যাপারটা কেমন দাঁড়াবে! হ্যাঁ, ইংল্যান্ডের শক্তিশালী উইকেটরক্ষক ব্যাটার জনি বেয়ারস্টো তার সেরা প্রথম একাদশ বেছে নিয়েছেন। এই দলে বিরাট কোহলির সাত মহেন্দ্র সিং ধোনিকেও বাদ দিয়েছেন তিনি।
ইন্ডিয়া ডটকমে প্রকাশিত একটি খবর অনুযায়ী, বেয়ারস্টো তার সর্বকালের সেরা একাদশে জনকে ওপেনার হিসাবে বেছে নিয়েছেন ইংল্যান্ডের অ্যালেস্টার কুক ও দক্ষিণ আফ্রিকার হাশিম আমলাকে। তিন নম্বরে তিনি বেছে নেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার ব্রায়ান লারাকে। একইসঙ্গে ভারত তথা বিশ্বক্রিকেটের সর্বকালের সেরা তারকা সচীন টেন্ডুলকারকে চার নম্বরে জায়গা দেন বেয়ারস্টো। সচিনই হলেন একমাত্র ভারতীয় যিনি বেয়ারস্টোর দলে জায়গা করে নিয়েছেন।
এর বাইরে দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞ ব্যাটসম্যান এবি ডিভিলিয়ার্সকেও বেছে নেন বেয়ারস্টো। একই সঙ্গে তার দলে অলরাউন্ডার হিসাবে জায়গা পেয়েছেন দক্ষিণ আফ্রিকার জ্যাক ক্যালিস। এছাড়া নিজের অধিনায়ক জো রুটও এই দলে নির্বাচিত করেছেন বেয়ারস্টো। বোলিংয়ে তিনি অস্ট্রেলিয়ার কিংবদন্তি স্পিনার শেন ওয়ার্ন সহ আরও তিন ফাস্ট বোলারকে বেছে নিয়েছেন। এরা হলেন জেমস অ্যান্ডারসন, অস্ট্রেলিয়ার মিচেল জনসন ও দক্ষিণ আফ্রিকার ডেল স্টেইন।
গোটা দলটি অনেকটা এইরকম:
অ্যালেস্টার কুক (অধিনায়ক), হাশিম আমলা, ব্রায়ান লারা, সচিন টেন্ডুলকার, এবি ডিভিলিয়ার্স (উইকেটরক্ষক), জ্যাক ক্যালিস, জো রুট, শেন ওয়ার্ন, মিচেল জনসন, ডেল স্টেইন, জেমস অ্যান্ডারসন।