‘কখনও বলিনি তৃণমূলে যাব” বিক্ষোভ দেখে কয়েক ঘণ্টার মধ্যে ভোলবদল বিজেপি নেতার

বাংলা হান্ট ডেস্কঃ নির্বাচনের আগে ঘাসফুল শিবির ছেড়ে গেরুয়া শিবিরে যাওয়ার হিড়িক ছিল রীতিমত পরিচিত। রোজই তৃণমূল ত্যাগ করেছিলেন কোন না কোন পরিচিত নেতা। কিন্তু একুশের বিধানসভা নির্বাচনে মানুষের রায় গিয়েছে তাদের অধিকাংশের বিরুদ্ধেই। যার জেরে সর্বসাকুল্যে মোট ৭৭ আসনেই আটকে গিয়েছে বিজেপি। ফলাফল আগের তুলনায় অনেকটা ভালো হলেও আশানুরূপ হয়নি। অন্যদিকে নির্বাচনের পর থেকেই ফের একবার দল বদলুদের তৃণমূলে ফেরার হিড়িক পড়ে গিয়েছে। কিছুদিন আগেই তৃণমূলে যোগদান করেছেন অন্যতম বরিষ্ঠ নেতা মুকুল রায়। আর তারপর থেকেই দলত্যাগের তালিকা ফের একবার দীর্ঘ হতে শুরু করেছে বিজেপিতে।

ইতিমধ্যেই দল ছেড়েছেন বনগাঁর প্রাক্তন খাদ্য কর্মাধ্যক্ষ তথা মুকুল ঘনিষ্ঠ নেতা রতন ঘোষ। সোশ্যাল মিডিয়ায় দলের সমালোচনায় মুখর হয়েছেন রাজীব বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয় মমতাকে প্রধানমন্ত্রী দেখতে চাই এমন টুইট করে দল ছেড়েছেন রাজ্য কিষান মোর্চার সম্পাদক আইনজীবী দেবযানী দাশগুপ্ত। তবে এই দলবদলুদের ফের একবার দলে ফেরা নিয়ে এবার অসন্তোষ দেখা দিল তৃণমূলের নিচু তলার মহলে। প্রসঙ্গত উল্লেখ্য, মুকুল রায়ের তৃণমূলে ফেরা নিয়ে অর্জুন সিং কড়া প্রতিক্রিয়া দিলেও যথেষ্ট নরম ছিলেন তার আত্মীয় সুনীল সিং। তার মতে, মুকুল রায় বড় মাপের নেতা। তার দলবদলে বিজেপির অনেকটাই ক্ষতি হবে। শুধু তাই নয়, হালকাভাবে নিজে তৃণমূলে যোগদানের আভাসও দিয়েছিলেন তিনি।

IMG 20210614 123508

আর তারপর থেকেই নোয়াপাড়ার এই প্রাক্তন বিধায়কের নামে একাধিক পোস্টার দেখা গেল নোয়াপাড়া সংলগ্ন এলাকায়। পোস্টার সাঁটানো হয়েছে মহিলা তৃণমূল কংগ্রেসের কর্মীদের পক্ষ থেকে। অর্জুনের আত্মীয় সুনীল সিংয়ের দলে ফেরার যে সম্ভাবনা তৈরি হয়েছে, তারই স্পষ্ট বিরোধ করে এদিন লেখা হয়, “বাংলা বিদ্বেষী সুনীল সিংকে তৃণমূল কংগ্রেসে নেওয়া কোনরকমে মানছি না। তোলাবাজ, দাঙ্গাবাজ সুনীল সিংকে তৃণমূলে নেওয়া চলবে না।” সুনীল সিং দলে ফিরলে তার বিরোধিতা করা হবে বলে স্পষ্ট জানিয়েছেন গারুলিয়া শহরের তৃণমূল সভাপতি পঙ্কজ দাসও। প্রসঙ্গত উল্লেখ্য, একুশের নির্বাচনে নোয়াপাড়া থেকেই বিজেপির টিকিটে লড়াই করে তৃণমূলের মঞ্জু বসুর কাছে পরাজিত হন সুনীল। এলাকায় তার বিরুদ্ধে ক্ষোভ যে স্পষ্ট এ নিয়ে কোন সন্দেহ নেই।

যদিও নোয়াপাড়ার এই প্রাক্তন বিধায়ক জানান, তিনি এখনও পর্যন্ত তৃণমূলে যাবার কথা বলেননি। তবে দল বদলু নেতাদের নিয়ে যথেষ্ট ক্ষোভ রয়েছে তৃণমূলের নিচুতলায়। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আরও অনেকেই আসবে জানালেও সরাসরি কারা দলে আসবেন তা এখনও জানাননি। অনেকেই মনে করছেন, এর জেরে দলের নিচু তলায় অসন্তোষ আরো বাড়তে পারে। ইতিমধ্যেই চিঠি লিখে তৃণমূলে ফেরার কাতর আবেদন জানিয়েছেন সোনালী গুহ, সরলা মূর্মু, দীপেন্দু বিশ্বাস সহ আরও অনেকে। এখন আগামী দিনে তাদের বিষয়ে কি সিদ্ধান্ত নেয় দল সে দিকেই নজর থাকবে সকলের।


Abhirup Das

সম্পর্কিত খবর