নস্টালজিয়া ফিরিয়ে ভারতে আসছে Nokia 3210! 108 MP ক্যামেরা সহ একাধিক ফিচার্স থাকবে ফোনে

বাংলাহান্ট ডেস্ক : সময়ের সাথে বদলেছে টেকনোলজি। এখন প্রত্যেকের হাতে স্মার্টফোন। একটা সময় ছিল যখন ল্যান্ডলাইন ফোন ঘরে থাকলেও সেটাকে বিলাসিতা মনে করা হত। তবে এখন প্রত্যেকের হাতেই রয়েছে মহার্ঘ্য সব স্মার্টফোন। একটা সময়ে প্রচলিত ছিল অ্যানালগ ফোন। তারপর ধীরে ধীরে একাধিক ফিচার্স নিয়ে লঞ্চ হতে থাকে স্মার্টফোন।

তবে এই ২০২৪ সালে এসেও অনেকেই ফিরে যেতে চান পুরনো দিনে। তাই বহু স্মার্টফোন নির্মাতা অনেক পুরনো মডেল নতুন ভাবে নিয়ে আসছে বাজারে।একটা সময় বিশ্ববাজারে ভালো ক্রেজ ছিল নোকিয়া ৩২১০ মডেলটির। তবে যত সময় গেছে ততই এইসব ফোন ভুলে মানুষ বিভিন্ন স্মার্টফোনের দিকে ঝুঁকেছেন। 

আরোও পড়ুন : আসানসোল থেকে এবার ট্রেনে চাপলেই NJP! বড় ঘোষণা রেলের, নজর রাখুন সময়সূচিতে

তবে নস্টালজিয়া ফিরিয়ে এনে নোকিয়া ৩২১০ মডেলটি ফের আসতে চলেছে ভারতের বাজারে।এইচএমডি গ্লোবাল এখন থেকে নোকিয়ার স্মার্টফোনগুলি বাজারে ছাড়বে। জানা যাচ্ছে এই সংস্থা নোকিয়া কোম্পানির বর্ষপূর্তি উপলক্ষে বাজারে আনতে চলেছে ৩২১০ মডেলটি। খবরটি প্রকাশ্যে আসার পর থেকেই উচ্ছ্বসিত আমজনতা।

এক্স-এ পোস্ট করে সংস্থার পক্ষ থেকে এই কথা জানানো হয়েছে। যদিও এই ফোনের দাম ও অন্যান্য বিশদ বিবরণ এখনো কোম্পানি কিছু জানায়নি। তবে সূত্রের খবর, এই ফোনটিতে এইচএমডি ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দিতে পারে। ১০৮ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা থাকতে পারে এই ফোনে। এছাড়াও থাকবে এইচএমডি কোম্পানির লোগো।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর