বাংলা হান্ট ডেস্কঃ গত কয়েকদিন ধরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী পদ বাতিলের দাবি তোলেন শুভেন্দু অধিকারী। মমতার বিরুদ্ধে ফৌজদারী মামলার তথ্য গোপন করার অভিযোগে ইতিমধ্যেই নির্বাচন কমিশনের কাছে এই দাবি জানিয়েছে বঙ্গ বিজেপি। তবে এবার পাল্টা আক্রমন শানালেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ মহুয়া মৈত্র। তিনি এবার তারকেশ্বর বিধানসভার বিজেপি প্রার্থী স্বপন দাসগুপ্তের সাংসদ পদ খারিজের দাবি তোলেন।
বিজেপির তৃতীয় ও চতুর্থ দফার প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পরই সোচ্চার হন মহুয়া। যে তালিকায় প্রার্থী হিসেবে রয়েছেন লোকসভার সাংসদ লকেট চ্যাটার্জী ও বাবুল সুপ্রিয়ও। তৃণমূলের কটাক্ষ, নির্বাচনে প্রার্থী খুঁজে না পেয়ে সাংসদদের প্রার্থী করছে বিজেপি। যদিও কাকে প্রার্থী করবেন বিজেপি, তা তাদের নিজস্ব ব্যাপার বলে জানাচ্ছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
এদিন টুইটারে কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র দাবি তোলেন, ‘সংবিধানের দশম তফসিল অনুযায়ী স্বপন দাসগুপ্ত প্রার্থী হতে পারবেন না। কারণ হিসাবে তিনি জানিয়েছেন, রাজ্যসভার কোনো মনোনীত সদস্য সংসদ হিসেবে শপথ নেওয়ার ৬ মাস পর কোনো রাজনৈতিক দলে যোগ দিলে তার সদস্য পদ বাতিল হয়ে যায়।” সেই অনুযায়ী ২০১৬ সালে রাজ্যসভার সাংসদ পদে শপথ নেন স্বপন দাসগুপ্ত। তাই এবার বিজেপিতে যোগ দিয়ে ভোটে প্রার্থী হওয়ার জন্য তার সাংসদ পদ বাতিল হওয়া উচিত বলে জানান তিনি।
অন্যদিকে এ প্রসঙ্গে বিজেপি প্রার্থী স্বপন দাশগুপ্ত পাল্টা জানিয়েছেন, তৃণমূলের অভিযোগের যথাযথ জবাব দেবেন তিনি। তবে তিনি বলেছেন, “বর্তমানে আমি এখন নির্বাচনী প্রচারের কাজে ব্যস্ত রয়েছি। রাজ্যসভা থেকে চিঠি আমার কাছে এলে তখন অবশ্যই প্রতিক্রিয়া জানাব।”