বাংলা হান্ট ডেস্কঃ শুরু হয়ে গিয়েছে লোকসভা নির্বাচন (Loksabha Election 2024)। শুক্রবার দ্বিতীয় দফার ভোটগ্রহণ চলছে রাজ্যের তিনটি লোকসভা কেন্দ্রে। আর এরই মাঝে বীরভূমের বিজেপি প্রার্থী (Birbhum BJP Candidate) দেবাশিস ধরের প্রার্থিপদ বাতিল হল। সূত্রের খবর, রাজ্য সরকারের তরফে ‘নো ডিউজ়’ সার্টিফিকেট না দেওয়ায় প্রাক্তন আইপিএস দেবাশিস ধরের মনোনয়ন বাতিল হয়েছে।
গত মঙ্গলবারই মনোনয়নপত্র জমা করেছিলেন দেবাশিস ধর। তারপর থেকে টানা প্রচার চালাচ্ছিলেন বিজেপি ক্যান্ডিডেট। তবে ভোটের মাঝেও বাতিল হয়ে গেল তার প্রার্থীপদ। জানা গিয়েছে পুলিশের চাকরি ছাড়ার সময় রাজ্য সরকার তরফে ছাড়পত্র পাননি তিনি। এদিকে মনোনয়ন দাখিলের সময় রাজ্যের দেওয়া ছাড়পত্র জমা দেওয়া আবিশ্যিক। তবে তিনি সেই ছাড়পত্র দেখাতে না পারায় তার মনোনয়ন বাতিল হয়েছে।
এদিন নিজের মনোনয়ন বাতিলের কথা নিজেই জানিয়েছেন প্রাক্তন আইপিএস। তার দাবি, সুপ্রিম কোর্টের ছাড়পত্র থাকার পরও তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এই নিয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হচ্ছেন বলেও জানিয়েছেন তিনি। ওদিকে দেবাশিসের জায়গায় বীরভূমে বিজেপি প্রার্থী করা হয়েছে দেবতনু ভট্টাচার্যকে।
বৃহস্পতিবারই গেরুয়া শিবিরের তরফে দেবতনু ভট্টাচার্য মনোনয়ন দাখিল করেছিলেন। জানা গিয়েছে তার মনোনয়ন গৃহীত হয়েছে। আগে থেকেই দেবাশিসের মনোনয়নে অসুবিধা হতে পারে বলে আশঙ্কা করছিল বিজেপি। সেই কারণেই বিকল্প প্রার্থীকে প্রস্তুত রাখা হয়েছিল বলে সূত্রের খবর।
আরও পড়ুন: পিতৃসম মিঠুনকে ‘গদ্দার’ তকমা মমতার! ‘ওই ফুটেজটা দেখাও…’! হঠাৎ যা বললেন দেব, শোরগোল
এদিকে হেভিওয়েট প্রার্থী প্রাক্তন আইপিএস এর মনোনয়ন বাতিল হওয়ার পরই সুপ্রিম কোর্টের একাধিক অভিজ্ঞ আইনজীবীদের একটি টিম বীরভূমে এসে পৌঁছছে। তাদের সঙ্গে পরামর্শ করে পরবর্তী পদক্ষেপ করা হবে বলে জানা যাচ্ছে।