বছর শেষে গৃহবন্দি, করোনা আক্রান্ত হয়ে শয‍্যাশায়ী হলেন নোরা ফতেহি

বাংলাহান্ট ডেস্ক: বিটাউনে ফের করোনার (corona) বাড়বাড়ন্ত। করিনা কাপুর খান, অমৃতা অরোরাদের সঙ্গে সংক্রমণের খবর প্রথম মিলেছিল ইন্ডাস্ট্রিতে। গতকালই শোনা যায় মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছেন অর্জুন কাপুর। এবার তালিকায় জুড়ল নোরা ফতেহির (nora fatehi) নাম। সোশ‍্যাল মিডিয়ায় করোনা আক্রান্ত হওয়ার খবর স্বীকার করে নিয়েছেন তিনি।

নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে নোরা লিখেছেন, ‘দূর্ভাগ‍্যবশত আমি এখন করোনার সঙ্গে লড়াই করছি। সত‍্যি বলতে করোনা আমাকে খুব বড় ধাক্কা দিয়েছে! গত কয়েকদিন ধরে চিকিৎসকদের পরামর্শে আমি সম্পূর্ণ শয‍্যাশায়ী। সবাই দয়া করে সচেতন থাকুন, ঠিক করে মাস্ক পরুন। এটা ভিন্ন ভিন্ন ভাবে সবাইকে আক্রমণ করছে। আমি খুব বাজে ভাবে সংক্রমিত হয়েছি। যে কেউই সংক্রমিত হতে পারে। আমি এখন সুস্থ হওয়ার চেষ্টা করছি, সেটাই সবথেকে বড় ব‍্যাপার। স্বাস্থ‍্যের থেকে বেশি গুরুত্বপূর্ণ আর কিছু নেই। যত্ন নিন, সাবধানে থাকুন।’

Screenshot 2021 12 30 17 24 43 472 com.instagram.android
এর আগে প্রতারক সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে নাম জড়িয়ে সংবাদ শিরোনামে উঠে এসেছিলেন নোরা। ২০০ কোটি টাকার আর্থিক প্রতারণা মামলায় ব‍্যবসায়ী সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে যে যে বলিউড অভিনেত্রীর নাম উঠে এসেছে তাঁদের মধ‍্যে অন‍্যতম নোরা ফতেহি। এরপর থেকেই ইডির দৃষ্টিতে পড়েছেন তিনি। জানা গিয়েছে, অভিনেত্রীকে নাকি বহুমূল‍্য উপহার দিয়েছিলেন সুকেশ।

868128 norafatehi 091619
তবে সেই সব উপহার শীঘ্রই বাজেয়াপ্ত করবে ইডি। এই বহুমূল‍্য উপহারের তালিকায় রয়েছে একটি বিলাসবহুল বিএমডব্লিউ গাড়িও। ইডির জিজ্ঞাসাবাদে নোরা স্বীকার করেছিলেন উপহার নেওয়ার কথা। সঙ্গে তিনি এও জানিয়েছিলেন যে গাড়িটি চাইলে বাজেয়াপ্ত করতে পারে ইডি। সুকেশের স্ত্রীই নাকি নোরার হাতে গাড়ির চাবি তুলে দিয়েছিলেন। অভিনেত্রী দাবি করেন, এমন উপহার পেয়ে নাকি অবাক হয়ে গিয়েছিলেন। সুকেশের বিরুদ্ধে রাজসাক্ষী হওয়ার জন‍্য নাকি সম্মত হয়েছিলেন নোরা।

Niranjana Nag

সম্পর্কিত খবর