বাংলা হান্ট ডেস্ক: পুজোর আর হাতে গোনা কিছুদিন। বৃষ্টির দাপট কমায় বর্তমানে শপিং এ ব্যস্ত সকলে। গত দু-তিন দিন থেকে দক্ষিণবঙ্গে সেরম বৃষ্টি হয়নি। আবহাওয়া দফতর (Weather Office) সূত্রে খবর আপাতত বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই। কিছুটা বাড়বে তাপমাত্রা।
আজ বুধবার রাজ্যের বেশিরভাগ জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। পরিষ্কার আকাশ। উত্তরবঙ্গের কয়েকটি জেলায় আজ হালকা থেকে মাঝারি বৃষ্টি হলেও কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি হবে না বলেই পূর্বাভাস। যদিও আবহাওয়া অফিস জানাচ্ছে, সপ্তাহের শেষে ফের আবহাওয়ার বদল হতে পারে।
পুজোর আগে ফের একবার বৃষ্টিতে ভিজতে পারে রাজ্য। আবহাওয়া দফতর (Weather Office) সূত্রে খবর বৃহস্পতিবার বঙ্গোপসাগরে ফের একটি ঘূনাবর্ত তৈরি হতে চলেছে। ঘূর্ণাবর্তটি কোন দিকে অগ্রসর হবে তা এখনও স্পষ্ট নয়। মায়ানমার উপকূলের কাছে ঘূর্ণাবর্তটি তৈরি হবে বলে আবহওয়া দফতর সূত্রে খবর।
আরও পড়ুন: নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্টের কড়া নির্দেশ! আজই কী এসপার-ওসপার?
আজ উত্তরবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার সহ উত্তরবঙ্গের বেশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের বেশ কিছু জেলায়।
আরও পড়ুন: পাইস হোটেল ছেড়ে এবার সিনেমার পর্দায়! নন্দিনী দিদির ভিডিও দেখে অবাক ভক্তরা
আজও কালিম্পঙের কয়েকটি জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস। বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎসহ হালকা বৃষ্টি সম্ভাবনা থাকবে মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায়। যদিও হাওয়া অফিস জানিয়েছে বৃহস্পতিবার থেকে উত্তরবঙ্গে আর সেরম বৃষ্টির সম্ভাবনা নেই।