বাংলা হান্ট ডেস্ক: ঝেঁপে আসছে বৃষ্টি। আগামী এক থেকে দু’ঘণ্টাযর মধ্যে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া দফতর (Weather Office)। দক্ষিণবঙ্গের (South Bengal Weather) দুই জেলায় বৃষ্টির সম্ভাবনা। আবহাওয়া দফতর সূত্রে খবর, কলকাতা (Kolkata) ও দক্ষিণ ২৪ পরগনার কিছু অংশে কয়েক ঘণ্টার মধ্যে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। পাশাপাশি বৃষ্টি হতে পারে উত্তর ২৪ পরগনাতেও।
বর্ষা বিদায় নিলেও বৃষ্টির সম্ভাবনা কমছে না। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, নিম্নচাপের জেরে আপাতত বৃষ্টি চলবে। তবে শনিবার ও রবিবার দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ কমবে। শুধুমাত্র উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টিপাত হবে। তবে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে ২২ অক্টোবর পর্যন্ত। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া দপ্তর জানাচ্ছে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ তৈরি হয়েছে। যার অভিমুখ তামিলনাড়ু ও পণ্ডিচেরি উপকূলের দিকে। তবে এর প্রত্যক্ষ প্রভাব এ রাজ্যে পড়ার সম্ভাবনা নেই। পরোক্ষ প্রভাবে বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে (South Bengal Weather)। পাশাপাশি আগামী সপ্তাহে আরও একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে (Bengal Weather)। রবিবার নাগাদ উত্তর আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। যা মঙ্গলবার নিম্নচাপে পরিণত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন: আরজি কর কাণ্ডের প্ল্যান হয়েছিল আগেই? CBI তদন্তে যা উঠে এল … ফাঁস হতেই তোলপাড় রাজ্য
এই নিম্নচাপের জেরে ২৩ এবং ২৪ অক্টোবর ফের বাংলায় বিচ্ছিন্ন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হতে পারে কলকাতা, দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায়। কাল ও পরশু বৃষ্টিপাত কম থাকলেও দক্ষিণবঙ্গে সোমবার থেকে ফের বৃষ্টি বাড়বে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের।
নিম্নচাপের প্রভাবে সমুদ্র উত্তাল হওয়ার সম্ভাবনা রয়েছে। সমুদ্রের ঢেউ ৫ ফুট বা তার বেশি উচ্চতায় উঠতে পারে। ইতিমধ্যেই উপকূলবর্তী এলাকায় সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তর তরফে। ওদিকে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার আজ ও আগামীকাল হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাহাড়ি এলাকায়ও হালকা বৃষ্টি হতে পারে।