বাংলা হান্ট ডেস্ক: রাত পোহালেই পঞ্চমী। এরই মধ্যে কলকাতা (Kolkata) সহ দক্ষিণবঙ্গের (South Bengal Weather) কয়েক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস জারি করল আবহাওয়া দপ্তর। আগামী এক থেকে দু’ঘণ্টায় পাঁচ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। তাহলে কি ফের বৃষ্টি শুরু? পুজোর মধ্যেও হাজির হবে ভিলেন বৃষ্টি? আগামীকাল কেমন থাকবে আবহাওয়া? দেখুন লেটেস্ট আপডেট।
কয়েক ঘণ্টায় ফের বৃষ্টি দক্ষিণবঙ্গে (South Bengal Weather)
আবহাওয়া দপ্তর জানাচ্ছে, সোমবার রাতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা কলকাতা, মুর্শিদাবাদ, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায়। পাশাপাশি দোসর হতে পারে হালকা ঝোড়ো হাওয়া। ইতিমধ্যেই সর্তকতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর।
হাওয়া অফিস জানিয়েছে, ঘূর্ণাবর্ত ও অক্ষরেখার জোড়া (Weather Update) প্রভাবে বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ। এর জেরেই বৃষ্টি হচ্ছে। তবে আবহাওয়া দপ্তর জানিয়েছে সোম থেকে শুক্রবার দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা প্রায় নেই। বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত হবে কোথাও কোথাও।
আরও পড়ুন: পোশাক দেওয়ার নামে সিভিক ভলেন্টিয়ারের শ্লীলতাহানির অভিযোগ! গ্রেফতার পার্ক স্ট্রিট থানার এসআই
মঙ্গলবার পঞ্চমীর দিন দিনভর আংশিক মেঘলা থাকতে পারে আকাশ। দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা। বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে ১৩ অক্টোবর পর্যন্ত (South Bengal Weather)। তবে অধিকাংশ জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হবে। কোথাও ভারী বৃষ্টি কোথাও হবে না। পুজোর মধ্যেও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
আরও পড়ুন: বিনীত গোয়েলকে কি শাস্তি দেওয়া যেতে পারে? জানতে বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের
আগামীকালের জন্য দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টির সতর্কতা জারি নেই। উত্তরবঙ্গেও (North Bengal Weather Update) আপাতত ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। কোনও জেলাতেই সতর্কতাও জারি করা হয়নি। তবে বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই।