শরীরে নেই একটি সুতোও, ক্যামেরার সামনেই নগ্ন বিদ্যা! দেখেছেন এই ছবি?

Published On:

বাংলাহান্ট ডেস্ক : ভারতীয় ইন্ডাস্ট্রির এক জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা বালান (Vidya Balan)। কেবলমাত্র বলিউড (Bollywood) নয়। তামিল তেলেগু (Telegu) সহ নানান ছবিতে অভিনয় করেছেন এই অভিনেত্রী। এমনকি বাংলা ছবিতেও দেখা গিয়েছে তাঁকে। সাহসী চরিত্রে অভিনয় করে তিনি বারবার জিতে নিয়েছেন দর্শকদের মন। ৪৪ বছর বয়স হয়ে গেলেও এখনও উপচে পড়ছে অভিনেত্রীর গ্ল্যামার। ‘দি ডার্টি পিকচার’ ছবিতে অভিনয় করে দর্শকদের রাতের ঘুম উড়িয়েছিলেন বিদ্যা। আর এবার সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে তাঁর বোল্ড ছবি।

অভিনয় জগতে পা রেখেছেন অনেক আগেই। মুখ্য চরিত্র, পার্শ্ব চরিত্র সবেতেই অভিনয় করেছেন তিনি। দর্শকদের মনে যেমন জায়গা করে নিয়েছে ‘ভুল ভুলাইয়া’ ছবির মঞ্জুলিকা চরিত্র। ঠিক তেমনি ‘ডার্টি পিকচারের’ সিল্ককে খুলতে পারেননি কেউ। এবার সামাজিক মাধ্যমে উষ্ণতা ছড়ালেন অভিনেত্রী।

Vidya Balan

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ছবি প্রকাশ্যে এসেছে এই অভিনেত্রীর। একটি চেয়ারের ওপর বসে আছেন তিনি। এক হাতে ধরে আছেন কফি কাপ, চোখে সানগ্লাস। তবে সবচেয়ে বড় কথা হলো তাঁর শরীরে নেই পোশাকের সুতোটুকু। কেবলমাত্র পেপার দিয়েই তিনি ঢেকেছেন সর্বাঙ্গ। আর অভিনেত্রীকে এভাবে দেখে রাতের ঘুম পড়ে গিয়েছে হাজারো ভক্তের। জানা যাচ্ছে এক বিশেষ কাজের জন্যই করা হয়েছে।

 

View this post on Instagram

 

A post shared by Dabboo Ratnani (@dabbooratnani)

সোশ্যাল মিডিয়ায় এই ছবি প্রকাশ্যে আসতেই তা রীতিমতো ভাইরাল। কমেন্ট বক্স করেছে ভক্তদের কমেন্টে। জানা যাচ্ছে অভিনেত্রীর এই ছবি তুলেছেন বিশিষ্ট ফ্যাশন এবং সেলিব্রিটি ফটোগ্রাফার ডাব্বু রাতনানী। একজন লিখেছেন, ‘পুরো আগুন’। অন্যজন লিখেছেন, ‘ডার্টি পিকচার ২’।

 

View this post on Instagram

 

A post shared by Dabboo Ratnani (@dabbooratnani)

উল্লেখ্য, বর্তমানে কাজ নিয়ে ভীষণ ব্যস্ত এই অভিনেত্রী। নিখিল আদবানীর পরিচালনায় ‘চাঁদ ভাই’ ছবিতে দেখা যাবে এই অভিনেত্রীকে। সিনেমায় মুখ্য চরিত্রে ধরা দেবেন বিদ্যা বালান। যদিও বেশ কিছুদিন বড় পর্দায় দেখা যায়নি এই অভিনেত্রীকে। শেষবার তাঁকে দেখা গিয়েছিল ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাওয়া ছবি ‘জলসা’-তে।

X