তৃণমূলের সবাই নয়, কেউ কেউ চোর! দাবি বিজেপি বিধায়ক অশোক লাহিড়ীর

বাংলাহান্ট ডেস্ক : বিধানসভায় বিপক্ষ বিভিন্ন বিষয় নিয়ে আক্রমণ করে চলছে শাসক দল তৃণমুলকে (TMC) । কর্মসংস্থান থেকে শুরু করে শিল্পায়ন, বাদ যাচ্ছে না কোনও বিষয়ই। এবার রাজ্য সরকারের সমালোচনায় মুখ খুললেন বালুরঘাটের (Balurghat) বিজেপি বিধায়ক (BJP MLA) অশোক লাহিড়ি (Ashok Lahiri)। অর্থনীতি সংক্রান্ত একটি বিলের আলোচনা প্রসঙ্গে মঙ্গলবার বিধানসভায় (West Bengal Assembly) তিনি বলেন, ‘শিল্পায়নের জন্য দরকার উন্নত পরিকাঠামো। কিন্তু পরিকাঠামোর কোনও উন্নয়ন রাজ্যে হচ্ছে না। চপ শিল্প দিয়ে শিল্পের উন্নয়ন সম্ভব নয়।’

দুর্নীতি মামলায় সম্প্রতি শাসকদলের একাধিক নেতা আপাতত শ্রীঘরে। তা নিয়ে অবশ্য অন্য রকম মন্তব্য করেন অশোক। তিনি বলেন, ‘মুখ্যমন্ত্রী বলেছেন, বিরোধীপক্ষের সবাই চোর। আমি মনে করি না, শাসক দলের সবাই চোর। কেউ কেউ চোর হতেই পারেন।’ অন্য রাজ্যের সঙ্গে বাংলার তুলনা টেনে অশোকবাবু আরও বলেন, ‘সরকার যতই বলুক এগিয়ে বাংলা, আসলে বাংলা ক্রমশ পিছিয়েই যাচ্ছে। মাথা পিছু আয়ে অনেকটাই পিছিয়ে পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গের তুলনায় এগিয়ে কর্নাটক, গুজরাত-সহ একাধিক রাজ্য।’

তিনি আরও বলেন, ‘এই সরকারের ঋণের বোঝা ক্রমশই বৃদ্ধি পাচ্ছে। সুদ রাজস্বের তুলনায় কুড়ি শতাংশ বেড়েছে। আগামি দিনে বেতন-পেনশন দেওয়াই সমস্যা হবে রাজ্য সরকারের। সরকারের তহবিলে ফাঁকা। কোনও টাকা নেই। প্রকল্পের পর প্রকল্প ঘোষণা করে চলেছে রাজ্য সরকার। জনকল্যাণ প্রকল্পে কোনও ক্ষতি নেই। কিন্তু, মাঝে মাঝে মনে হয় এটা একটা ঘোষণার সরকার হয়ে যাচ্ছে। ঘোষণার সরকার না হয়ে বরং বাস্তবায়নের সরকার হোক।’

শিল্পায়নের জন্য দরকার উন্নত পরিকাঠামো। কিন্তু পরিকাঠামো উন্নত কোনও লক্ষণ নেই। চপ শিল্প দিয়ে শিল্পয়নের উন্নয়ন সম্ভব নয় বলেই মনে করেন বিজেপি বিধায়ক। তাঁর কথায়, ‘রাজ্যজুড়ে দুর্নীতি চলছে। আর এই দুর্নীতিই হচ্ছে চরম আর্থিক সঙ্কটের প্রতিফলন। মানুষ যখন দেখে সৎ ভাবে রোজগার করা সম্ভব নয়, তখনই তারা দুর্নীতির পথে যায়। সৎ ভাবে চাকরি পাচ্ছে না, তাই চাকরি চুরি করতে হচ্ছে। আমরা পুকুর চুরি-কুয়ো চুরির কথা শুনেছি। এখন চাকরি চুরির কথাও শুনছি।’

অশোক লাহিড়ীর মন্তব্যের পালটা জবাব দেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি বলেন, ‘কেন্দ্রীয় সরকার টাকা দেয় না। বাংলার ভাল চাই যখন বলছেন, তখন বাংলার জন্য কেন কেন্দ্রকে বলছেন না? আর মুখ্যমন্ত্রী বিরোধীদের সবাইকে চোর বলেননি।’

‘চপশিল্প’ কটাক্ষ নিয়ে চন্দ্রিমার যুক্তি, ‘কেউ চপ ভেজে রোজগার করলে, তাকে ছোট করবেন না। আপনাদের রিসর্টে বৈঠক হয়। কোটি কোটি টাকা খরচ হয়। কিন্তু, যারা পরিশ্রম করে চপ ভেজে আয় করে, তাদের হীনম্মন্যতায় ফেলবেন না।’ শুধু চোর বলে কটাক্ষ করে লাভ নেই, বরং চুরি প্রমাণ করতে হবে। এমনই মনে করেন চন্দ্রিমা। তিনি দাবি করেন, দোষ যদি প্রমাণ হয় তাহলে দোষীদের শাস্তি অবশ্যই হবে।


Avatar
Sudipto

সম্পর্কিত খবর