কয়েক মাসের মধ‍্যে ৫০টি সিম কার্ড বদল, একটি নম্বরও রেজিস্টার নেই সুশান্তের নামে: বিহার পুলিস

Published On:

বাংলাহান্ট ডেস্ক: সুশান্ত সিং রাজপুত (sushant singh rajput) মৃত‍্যু মামলায় ফের বড়সড় তথ‍্য পেল বিহার পুলিস (bihar police)। গত কয়েক মাসে একাধিক বার সিম কার্ড বদলেছিলেন সুশান্ত, সেকথা আগেই জানা গিয়েছে। এবার তদন্তে উঠে এসেছে এক চাঞ্চল‍্যকর তথ‍্য। জানা গিয়েছে, প্রায় ৫০টি সিমকার্ডের মধ‍্যে একটিও সুশান্তের নামে রেজিস্টার করা নেই।
বিহার পুলিসের তরফে জানানো হয়, গত কয়েক মাসে প্রায় ৫০টি সিম কার্ড বদল করেছিলেন অভিনেতা। কিন্তু তার মধ‍্যে একটির নম্বরও তাঁর নিজের নামে রেজিস্টার করা নেই। এখন সেই সব নম্বর গুলির কল ডিটেলস খতিয়ে দেখবে বিহার পুলিস।

তবে জানা গিয়েছে, সুশান্তের ফোন নম্বর গুলির মধ‍্যে একটি নম্বর তাঁর বন্ধু সিদ্ধার্থ পিঠানির নামে রেজিস্টার করা ছিল। তাঁর কথায়, অভিনেতা নিজেই তাঁকে বলেছিলেন একটি নম্বর তুলে দিতে। তাই দিয়েছিলেন তিনি। জানা যাচ্ছে, এই সিদ্ধার্থ পিঠানি লকডাউনে সুশান্ত ও রিয়ার সঙ্গে অভিনেতার বাড়িতেই ছিলেন। রিয়ার একাধিক ছবি, ভিডিও সিদ্ধার্থের তুলে দেওয়া। অথচ প্রথমে রিয়াকে চিনতে অস্বীকার করেছিলেন তিনি। এমনকি সুশান্তকে অবসাদের ওষুধ কে খাওয়াত তাও তিনি জানেন না বলেই মন্তব‍্য করেছেন।

অপরদিকে বিহার পুলিসের তরফে আরও জানানো হয়েছে সুশান্তের প্রাক্তন ম‍্যানেজার দিশা সালিয়ানের মৃত‍্যু সম্পর্কে তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ করবে তারা। কিন্তু এই বিষয়ে দিশার পরিবার সাফ জানিয়ে দিয়েছে সুশান্তের মৃতুর সঙ্গে দিশার মৃত‍্যুর কোনও যোগ নেই।
প্রসঙ্গত, সম্প্রতি রিয়া চক্রবর্তীর অ্যাপার্টমেন্টের সুপারভাইজার পুলিসের কাছে তার বয়ান দিয়েছেন। তিনি জানিয়েছেন, এফআইআর দায়েরের পরদিনই অ্যাপার্টমেন্ট ছেড়ে চলে গিয়েছেন অভিনেত্রী। ওই অ্যাপার্টমেন্টে বাবা মা ও ভাইয়ের সঙ্গে থাকতেন রিয়া। সুপারভাইজারের দাবি কিছুদিন আগেই রাতে একটি বড় সুটকেস ঐ একটি প‍্যাকেট নিয়ে তড়িঘড়ি ওই অ্যাপার্টমেন্ট ছেড়ে চলে যান রিয়া। একটি নীল গাড়িতে তাঁরা অ্যাপার্টমেন্ট ছাড়েন বলেও জানিয়েছেন সুপারভাইজার।

X