বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ভারতীয় দলের (Indian Cricket Team) সাম্প্রতিক পারফরম্যান্স দেখার পর অনেকেই খুব একটা সন্তুষ্ট নন। দেশের মাটিতে আসন্ন ওডিআই বিশ্বকাপ (2023 ODI World Cup) আয়োজিত হবে। প্রত্যাশা থাকবে অন্যান্য বারের চেয়ে কয়েকশো গুণ বেশি। কিন্তু এখনো অবধি ভারতীয় দলের আচরণ দেখে মনে হয়নি যে তারা ওই বিষয়টি সম্পর্কে ওয়াকিবহাল। দেশের মাটিতে দুর্বল শ্রীলঙ্কা এবং দ্বিতীয় শাড়ির নিউজিল্যান্ড দলকে ওডিআই সিরিজের হারালেও শক্তিশালী অস্ট্রেলিয়ার কাছে হার মানতে হয়েছিল তাদের চলতি বছরে।
এরপর রোহিত শর্মা ও হার্দিক পান্ডিয়ার নেতৃত্বাধীন ভারতীয় দল ওয়েস্ট ইন্ডিজের মাটিতেও যথেষ্ট কষ্ট করে তবে ওডিআই সিরিজ জিততে পেরেছে। বেশ কিছু ক্ষেত্রে কিছু এমন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে যা দেখে সবাই রোহিত শর্মার অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন তুলতে শুরু করে দিয়েছেন। দীর্ঘদিন ভারতীয় দলে থেকেও এবং সম্ভাব্য ভারতীয় দলে জায়গা যারা করে নেবে তাদের সম্পর্কে ভালো ধারণা থাকা সত্ত্বেও রোহিতের দল নির্বাচনে কেন এত ফাঁকফোকর থেকে যাচ্ছে সেই নিয়ে অনেকেই আশ্চর্য হচ্ছেন।
তবে সম্প্রতি বিসিসিআইয়ের একটি সূত্র মারফত এমন খবর পাওয়া গিয়েছে যে রোহিত শর্মা শুধুমাত্র মাঠের মধ্যে অধিনায়কত্ব দেখেই বেশি মনোযোগ দিচ্ছেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক বিসিসিআইয়ের কর্মী জানিয়েছেন যে মাঠের বাইরে দল গঠন সংক্রান্ত যাবতীয় সিদ্ধান্ত নিচ্ছেন মূলত কোচ রাহুল দ্রাবিড়।
আরও পড়ুন: ফের ভারতের বিশ্বকাপের সেরা একাদশ বাছতে বসে সমস্যায় দ্রাবিড় ও BCCI! নজরে এলো এই দুই তারকা
যখন রবি শাস্ত্রীকে সরিয়ে রাহুল দ্রাবিড়কে কোচ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছিল তখন তাকে নিয়ে সকলেরই প্রত্যাশা ছিল আকাশছোঁয়া। কিন্তু প্রথমে আইসিসি টুর্নামেন্টগুলি এবং এখন বিভিন্ন দ্বিপাক্ষিক সিরিজেও ভারতীয় দলের সাম্প্রতিক পারফরম্যান্স দেখে অনেকেই প্রশ্ন তুলতে শুরু করে দিয়েছেন যে তৎকালীন সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বাধীন বিসিসিআই রাহুলকে এই দায়িত্ব দিয়ে কি আদেও সঠিক কাজ করেছিল?
আরও পড়ুন: রোহিতের দোষ নেই, আসল দোষী..; হিটম্যানের পাশে দাঁড়াতে গিয়ে ধোনি ও BCCI-কে খোঁচা যুবরাজের!
মনে করা হচ্ছে প্রধান ক্রিকেটারদের অনেক বেশি বিশ্রাম নেওয়ার সুযোগ দিচ্ছেন কোচ রাহুল দ্রাবিড়। এতে করে ভারতীয় দল মূল টুর্নামেন্টগুলিতে যে দুর্দান্ত পারফরম্যান্স করছে না সেটা প্রমাণিত হয়ে গিয়েছে। অনেকেই প্রশ্ন তুলে দিয়েছেন যে দলের মূল তারকারা যদি দীর্ঘদিন দেশের জার্সিতে মাঠে নানা মেনে এবং একেবারে বড় টুর্নামেন্টে কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে মাঠে নামেন তাহলে তাতে হয়তো ভারতীয় দলেরই ক্ষতি হবে আখেরে। কিন্তু সাম্প্রতিক প্রবণতা দেখে মনে করা হচ্ছে যে রাহুল দ্রাবিড়রা এই সিদ্ধান্ত থেকে সরে আসছেন না। যদি দেশের মাটিতে আয়োজিত ওডিআই বিশ্বকাপ জেতা না যায় তাহলে নিঃসন্দেহে বড়সড় প্রশ্নের মুখোমুখি পড়তে হবে ভারতীয় কোচকে।