অভিষেক-ঘনিষ্ঠ সঞ্জয় অতীত! এবার মমতার মানহানির মামলা লড়বেন ‘এই’ দাপুটে আইনজীবী

বাংলা হান্ট ডেস্কঃ মানহানির মামলা করেছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (Governor CV Ananda Bose)। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) সহ চারজনের বিরুদ্ধে এই মামলা করা হয়েছিল। এবার সেই মামলাতেই মুখ্যমন্ত্রীর আইনজীবী বদল করা হল। সরিয়ে দেওয়া হল আইনজীবী সঞ্জয় বসুকে। যিনি আবার ঘটনাচক্রে তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী হিসেবে পরিচিত।

মমতার (Mamata Banerjee) মানহানির মামলা এবার কে লড়বেন?

গত বছর বিধানসভা উপনির্বাচনে জয়ী হওয়ার পর তৃণমূলের সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ও রেয়াত হোসেনের শপথগ্রহণ ঘিরে জটিলতা দেখা দেয়। রাজ্যপাল সিভি আনন্দ বোস ডেপুটি স্পিকারকে শপথবাক্য পাঠ করানোর নির্দেশ দিয়েছিলেন। তবে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে ডেপুটি স্পিকার শপথ বাক্য পাঠ করাননি। এই নিয়েই তৈরি হয় জটিলতা।

রাজ্যের সাংবিধানিক প্রধানের তরফ থেকে যে নির্দেশ দেওয়া হয়েছিল, সেই নির্দেশ অমান্য করার জন্য রাজভবনের তরফ থেকে মানহানির মামলা করা হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল নেতা কুণাল ঘোষ, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় সহ চারজনের বিরুদ্ধে মামলা করা হয়। এবার সেই মামলাতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী বদল করা হল।

আরও পড়ুনঃ নজরে মমতার ভবানীপুর? এবার BJP নেতাদের সঙ্গে বৈঠকে শুভেন্দু! দিয়ে দিলেন বিরাট নির্দেশ

এতদিন অবধি এই মামলা দেখছিলেন বিশিষ্ট আইনজীবী সঞ্জয় বসু (Sanjay Basu)। যিনি আবার তৃণমূল সেনাপতি অভিষেক-ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। তবে এবার থেকে এই মামলা লড়বেন তৃণমূল সাংসদ তথা দুঁদে উকিল কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

Mamata Banerjee Kalyan Banerjee

জানা যাচ্ছে, সঞ্জয় বসুর বদলে মমতার হয়ে মামলা লড়বে ‘ফক্স অ্যান্ড মণ্ডল কোম্পানি’। এটি একটি সলিসিটর ফার্ম। আইনজীবীদের নিয়োগ করে থাকে এই সংস্থা। তাদের তরফ থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে লড়ার জন্য কল্যাণকে (Kalyan Banerjee) নিয়োগ করা হয়েছে।

এদিকে সঞ্জয় বসু বিশিষ্ট আইনজীবী হওয়ার পাশাপাশি অভিষেক-ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের উকিল হিসেবে রাজনৈতিক মহলে তাঁর পরিচয় রয়েছে। ফলে স্বাভাবিকভাবেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) আইনজীবী হিসেবে সঞ্জয়কে সরিয়ে দেওয়ার বিষয়টিকে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর