বাংলা হান্ট ডেস্ক : ভারতীয় (India) মহাকাশ বিজ্ঞানীদের সাফল্যের কথা নিয়ে নতুন করে বলার কিছুই নেই। ভারত তো বটেই সারাবিশ্বেই আজ ISRO’র ডংকা বেশ জোরেসোরে বাজছে। চন্দ্রাভিযান সফল হওয়ার পর সূর্যের উদ্দেশ্যে ছুটে চলেছে আদিত্য (Aditya L1)। একেরপর এক মিশন সফল করে ভারতের মাথার তাজ হয়ে ওঠেছে ISRO। কিন্তু সেখানে চাকুরে পাওয়া কি আর চাট্টিখানি কথা? তবে আজ সেই সুযোগ এসেছে আপনাদের কাছে।
ইসরোর বিজ্ঞানীদের নিয়ে বেশ গর্বিত হলেও সেখানে সুযোগ পেতে অনেক কষ্টের পথ উৎরোতে হয়। কিন্তু আজ যে চাকরির কথা বলবো আপনাদের তা মাধ্যমিক পাশ করলেই মিলবে! আসলে ISRO-তে অনেকগুলি বিভাগ রয়েছে, সেখানে একগুচ্ছ পদ রয়েছে আর বিভিন্ন পদের জন্য নিয়োগ চলতে থাকে।
ইসরোর বিভিন্ন বিভাগে মাধ্যমিক পাশ, আইটিআই, ইঞ্জিনিয়ারিং স্নাতক থেকে স্নাতকোত্তর ডিগ্রি সমস্ত যোগ্যতার ব্যক্তিরা আবেদন করতে পারেন। চলুন দেখে নেওয়া যাক কোন কোন পদে আবেদন করতে পারেন এবং সেখানে কী যোগ্যতা রয়েছে।
আরও পড়ুন : জিতু-নবনীতার সম্পর্কের মধ্যে ‘বোকা’ কে? অভিনেতার নতুন পোস্ট ঘিরে শুরু জল্পনা
১) টেকনিশিয়ান ‘বি’ লেভেল ৩ এবং ড্রাফটসম্যান ‘বি’ লেভেল ৩ , এই দুই পদের ক্ষেত্রে বেতনক্রম রয়েছে ২১,৭০০ টাকা থেকে ৬৯,১০০ টাকা।
২) ভারী গাড়ির চালক ‘A’ লেভেল ২ এবং হালকা গাড়ি চালক ‘A’ লেভেল ২ এই দুই পদের জন্য বেতনক্রম রয়েছে ১৯,৯০০ টাকা থেকে ৬৩,২০০ টাকা।
আরও পড়ুন : ফ্লপমাস্টার থেকে সুপারস্টার! উত্তম ভক্তরাও জানেননা মহানায়কের জীবনের এই ৬ টি গল্প
এছাড়া ISRO তে ড্রাইভার, বাবুর্চি, ক্যাটারিং অ্যাটেনডেন্ট, ফায়ারম্যান ইত্যাদি পদের জন্যও আবেদন করতে পারেন আপনি। মাধ্যমিক যোগ্যতাতেও বেশ কিছু পদে আবেদন করার সুযোগ রয়েছে প্রার্থীদের। ISRO তে ড্রাইভার পদে চাকরি পাওয়ার জন্য ভারী গাড়ি চালানোর জন্য অন্ততপক্ষে ৫ বছর আর হালকা গাড়ি চালানোর জন্য অন্ততপক্ষে ৩ বছরের অভিজ্ঞতা থাকতেই হবে।