SBI-এর এই কার্ড থাকলেই মিলবে ৫০ লক্ষ টাকার সুবিধা! বিপুল ছাড় পাবেন বিমান ও রেলের টিকিটেও

বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে গ্রাহকদের কথা মাথায় রেখে তাঁদের সুবিধার্থে বিভিন্ন নিত্যনতুন পদক্ষেপ গ্ৰহণ করে ব্যাঙ্কগুলি। পাশাপাশি, এই ডিজিটাল যুগে এখন প্রায় সকলের কাছেই থাকে ক্রেডিট কার্ড (Credit Card)। যেগুলির মাধ্যমে মেলে একাধিক সুযোগ-সুবিধাও। এমতাবস্থায়, সম্প্রতি গ্রাহকদের জন্য নিয়ে আসা হয়েছে IRCTC-SBI ক্রেডিট কার্ড। মূলত, ভ্রমণপিপাসুদের দিকটি বিবেচনা করেই বাজারে এসেছে এই কার্ড।

এদিকে, IRCTC-SBI ক্রেডিট কার্ডটির মাধ্যমে বিভিন্ন সুবিধার পাশাপাশি বিমান ও রেল টিকিট, উভয়ের ক্ষেত্রেই নির্দিষ্ট হারে ছাড় পাবেন গ্রাহকেরা। এছাড়াও, এই কার্ডের মাধ্যমে টাকা মেটালে পেট্রোল-ডিজেল সারচার্জের ক্ষেত্রেও ছাড় পাওয়া যায়। সর্বোপরি, গ্রাহকেরা রেলওয়ে লাউঞ্জে বিনামূল্যে প্রবেশের সুযোগও পাবেন। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, এই ক্রেডিট কার্ডটি যত ব্যবহার করবেন ততই পয়েন্টের ভিত্তিতে কার্ডটিতে রিওয়ার্ড পাওয়া যাবে। এমতাবস্থায়, আপনি নিজের IRCTC আইডি মারফত অ্যাপে লগইন করে এই কার্ড দিয়ে প্রয়োজনীয় টিকিট কেটে নিতে পারেন। পাশাপাশি, এইভাবে প্রাপ্ত পয়েন্টগুলিকে আপনি IRCTC-র মোবাইল অ্যাপ এবং ওয়েবসাইটে গিয়ে রিডিমও করতে পারেন।

IRCTC-SBI ক্রেডিট কার্ডটি ব্যবহারের ফলে মিলবে আরও একাধিক সুবিধাও। এই কার্ড থাকলে প্রতি ৩ মাসে রেলওয়ে লাউঞ্জে দু’বার করে প্রবেশের সুযোগ পাবেন কার্ড হোল্ডাররা। শুধু তাই নয়, এই সংক্রান্ত জালিয়াতির সম্মুখীন হলে বিমা বাবদ ১ লক্ষ টাকার ক্ষতিপূরণও মিলবে। এদিকে বিমানের টিকিট কাটার ক্ষেত্রে ৫ শতাংশ হারে ছাড় পাওয়া যাবে।

প্রসঙ্গত উল্লেখ্য যে, টিকিট বুকিংয়ের ক্ষেত্রে এই কার্ডের জমে থাকা পয়েন্ট ব্যবহার করা যায়। সেক্ষেত্রে ওই পয়েন্টকে কাজে লাগিয়ে ছাড় পাওয়া যায় টিকিটের দামেও। যার ফলে সামগ্রিক ভাবে কমে যায় ভ্রমণের খরচ। কোনো ব্যক্তি যদি এক বছরের মধ্যে ভ্রমণের মাধ্যমে ৫০ হাজার টাকা খরচ করেন সেক্ষেত্রে তিনি এই কার্ডে ২৫০০ রিওয়ার্ড পয়েন্ট পাবেন। এমতাবস্থায়, কেউ এক বছরে ১ লক্ষ টাকা খরচ করলে তিনি পাবেন ৫ হাজার রিওয়ার্ড পয়েন্ট।

irctc sbi credit card

সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল, ভ্রমণকালে যদি কার্ড হোল্ডার কোনো দুর্ঘটনার সম্মুখীন হন সেক্ষেত্রে ক্ষতিপূরণও মিলবে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, কার্ড হোল্ডার ট্রেন দুর্ঘটনার সম্মুখীন হলে ১০ লক্ষ টাকার বিমা পাওয়া যাবে। এর পাশাপাশি এই কার্ডের মাধ্যমে কাটা টিকিটে বিমানে ভ্রমণের সময় কোনো দুর্ঘটনায় কার্ড হোল্ডারের মৃত্যু হলে তাঁর নিকটাত্মীয় ৫০ লক্ষ টাকা পাবেন।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর