চিন্তা বাড়ল চিনের! ১৩,০০০ ফুট উচ্চতায় কড়া নজর রাখবে ভারত, তৈরি হচ্ছে বিশ্বের সবচেয়ে লম্বা “টুইন টানেল”

বাংলা হান্ট ডেস্ক: সাম্প্রতিক সময়ে চিনের (China) নজর পড়েছে অরুণাচল প্রদেশের (Arunachal Pradesh) ওপর। শুধু তাই নয়, মানচিত্রে অরুণাচলকে “দক্ষিণ তিব্বত” হিসেবে বিবেচিত করে ওই এলাকাকে বেমালুম নিজেদের অঞ্চল বলে দাবি করেছে চিন। এমতাবস্থায়, ওই মানচিত্রের প্রসঙ্গে বিতর্কের আবহেই দ্রুত এগিয়ে চলেছে অরুণাচলের সেলা টানেলের কাজ। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, অরুণাচল প্রদশে ১৩,০০০ ফুট উচ্চতায় বিশ্বের সবথেকে লম্বা “টুইন টানেল” তৈরির দায়িত্বে রয়েছে বর্ডার রোড অর্গনাইজেশন (Border Roads Organisation, BRO)।

এমতাবস্থায়, অরুণাচলের সেলাতে এই গুরুত্বপূর্ণ টানেল তৈরি হয়ে গেলে দ্রুত তাওয়াঙের সীমান্তবর্তী এলাকায় সেনা ও যুদ্ধ সরঞ্জাম মোতায়েন করা যাবে বলে অনুমান করা হচ্ছে। ইতিমধ্যেই এই প্রসঙ্গে সেনার তরফে জানা গিয়েছে যে, চলতি মাস অর্থাৎ সেপ্টেম্বরের শেষের দিকেই পুরোপুরি তৈরি হয়ে যাবে সেলার এই টুইন টানেল। পাশাপাশি, BRO আধিকারকিদের তরফে জানানো হয়েছে যে, সাম্প্রতিক সময়ে অত্যধিক বৃষ্টি এবং ধসের মতো প্রাকৃতিক বিপর্যয়ের কারণে সেলা টানেলের কাজ বারংবার বাধার সম্মুখীন হয়েছে।

Now India is building the world's longest "twin tunnels"

যার ফলে এই টানেলের কাজ শেষ করতে কিছুটা দেরি হয়েছে। তবে, সেনার ইঞ্জিনিয়ারদের পক্ষ থেকে জানা গিয়েছে যে, বর্তমান পরিস্থিতি অনুযায়ী আর সপ্তাহ চারেকের মধ্যে ওই টানেল পুরোপুরি তৈরি হয়ে যাবে। তারপরেই প্রতিরক্ষা মন্ত্রকের তরফে ওই টানেল উদ্বোধনের জন্য আমন্ত্রণ জানানো হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে।

আরও পড়ুন: অ্যাকাউন্টে ঢুকবে কড়কড়ে ১০ হাজার! ফের ছাত্র-ছাত্রীদের পাশে রাজ্য সরকার, পাবেন কারা?

মূলত, শীতকাল শুরু হওয়ার আগে এই টানেলের কাজ শেষ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। এর ফলে শীতের সময় ১৪,০০০ ফুট উচ্চতায় তাওয়াঙে সামরিক বাহিনীর গতিবিধি আর সমস্যার সম্মুখীন হবে না। এদিকে আগামী সপ্তাহেই ওই অঞ্চলের আরও একটি গুরুত্বপূর্ণ টানেলের উদ্বোধন করা হবে। মোট ৫০০ মিটার দীর্ঘ ওই টানেলটির নাম হল নেচিফু। এদিকে, জানা গিয়েছে সেলা প্রকল্পের ১ নং টানেলের দৈর্ঘ্য হল ৯৮০ মিটার দীর্ঘ এবং দ্বিতীয় টানেলটি হল ১,৫৫৫ মিটার দীর্ঘ। আর এই দ্বিতীয় টানেলটি হল “টুইন টিউব টানেল”। মূলত, সেলার পশ্চিম দিক থেকে দু’টি পর্বতমালার মধ্য দিয়ে এই টানেলগুলি উঠে এসেছে। এছাড়াও, এই প্রকল্পে দু’টি রাস্তাও রয়েছে।

আরও পড়ুন: জোড়া ঘূর্ণাবর্ত! কিছুক্ষণের মধ্যেই দুর্যোগ এই ৫ জেলায়, সবথেকে ভয়ঙ্কর আপডেট দিল হাওয়া অফিস

এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, ২০১৯ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেলা টানেলের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। এক্ষেত্রে এই টানেলটি বালিপাড়া থেকে চারদুয়ার হয়ে তাওয়াং পর্যন্ত সড়ক প্রকল্পের অংশ হতে চলেছে। টানেলের তৈরির জন্য প্রাথমিক ভাবে ৭০০ কোটি টাকা বরাদ্দ করা হয়। পাশাপাশি, এই টানেল সম্পন্ন হয়ে গেলে তা সংশ্লিষ্ট এলাকার নিরাপত্তার জন্য জন্য এক বড় পদক্ষেপ হতে চলেছে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর