অ্যাকাউন্টে ঢুকবে কড়কড়ে ১০ হাজার! ফের ছাত্র-ছাত্রীদের পাশে রাজ্য সরকার, পাবেন কারা?

বাংলাহান্ট ডেস্ক : মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সরকার ক্ষমতায় আসার পর থেকেই পড়ুয়াদের জন্য একের পর এক প্রকল্পের বন্দোবস্ত করেছে। এই বছরেও ছাত্র-ছাত্রীরা যাতে নির্বিঘ্নে তাদের পড়াশোনা চালিয়ে যেতে পারে সেই কারণেই আগামীকাল অর্থাৎ ৫ সেপ্টেম্বরের জন্য বড়সড় উদ্যোগ নেওয়া হয়েছে।

জানা গিয়েছে, সরকারের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, পড়ুয়াদের ১০ হাজার টাকা করে দেওয়া হবে। ২০২১ সালে শুরু হওয়া তরুণের স্বপ্ন প্রকল্পের অধীনেই এই কাজটি করা হবে। এই প্রসঙ্গে বলে রাখা দরকার যে, তরুণের স্বপ্ন প্রকল্প চালু করার পিছনে মূল উদ্দেশ্য হ’ল পড়ুয়াদের প্রযুক্তির সাথে তাদের পড়াশোনার সংযোগ স্থাপনে সহায়তা করা।

আরোও পড়ুন : হবে প্রচুর কর্মসংস্থা, সহজলভ্য হবে চিকিৎসাও! বড় উদ্যোগ পশ্চিমবঙ্গ সরকারের, শুনে আনন্দিত হবেন

সূত্রের খবর, শিক্ষক দিবসের দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের পড়ুয়াদের নিয়ে একটি অনুষ্ঠান করবেন। শুধু তাই নয়, ছেলেমেয়েদের হাতে এই স্মার্টফোন বা ট্যাব কেনার অর্থ তুলে ধরা হবে। ফলে সব মিলিয়ে বলা যায়, যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী তাঁদের অ্যাকাউন্টে ফোন কেনার জন্য ঢুকতে চলেছে কড়কড়ে ১০ হাজার টাকা।

আরোও পড়ুন : তিনদিন চলবে না …! ডায়মন্ড হারবার, সুন্দরবন যাওয়ার প্ল্যান থাকলে সতর্ক হন আগেভাগেই

পশ্চিমবঙ্গ সরকার পরিচালিত স্কুল বা মাদ্রাসায় অধ্যয়নরত শুধুমাত্র দ্বাদশ শ্রেণির পড়ুয়ারাই এই তরুণের স্বপ্ন প্রকল্পের অধীনে ১০,০০০/- টাকার আর্থিক সহায়তা পাওয়ার যোগ্য। যদিও রয়েছে কিছু শর্ত। যেমন পড়ুয়ার পরিবারের বার্ষিক পারিবারিক আয় প্রতি বছর ২,০০,০০০/- টাকার নিচে হতে হবে। এটি পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে এককালীন অনুদান।

indian students using mobile phones 1

এই প্রসঙ্গে জানিয়ে রাখা দরকার, বর্তমানে তরুণের স্বপ্ন প্রকল্পের আলাদা কোনো অনলাইন আবেদন পদ্ধতি নেই। যোগ্য শিক্ষার্থীদের বিবরণ সংশ্লিষ্ট স্কুলগুলি যাচাই-বাছাইয়ের জন্য বিভাগে প্রেরণ করবে। যাচাইয়ের পরে, নির্বাচিত শিক্ষার্থীরা পশ্চিমবঙ্গ তরুণ স্বপ্ন প্রকল্পের অধীনে স্মার্টফোন / ট্যাবলেট / পিসি কেনার জন্য ১০,০০০/- টাকা আর্থিক সহায়তা পাবেন।

 

 

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর