বাংলা হান্ট ডেস্ক: ফের একটি ক্ষেত্রে দাপট দেখাতে শুরু করবেন ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানি (Mukesh Ambani)। এমনিতেই Jio বাজারে আসার পর থেকে একাধিক কোম্পানির উদ্বেগ বেড়েছে। এদিকে, বর্তমান সময়ে UPI (Unified Payments Interface) পেমেন্টেও বিভিন্ন পরিবর্তন হয়ে চলেছে। এমতাবস্থায়, এই প্রতিবেদনে আজ আমরা আপনাদের এমন একটি বিষয় জানাবো যেটি অবাক করবে প্রত্যেককেই।
উল্লেখ্য যে, এখনও পর্যন্ত অধিকাংশ দোকানে বা ব্যবসায়িক ক্ষেত্রে Paytm-এর QR কোড দেখতে পাওয়া যায়। কিন্তু এখন সেই জায়গাটি নিতে চলেছে Jio। এর আগেও এই সংক্রান্ত রিপোর্ট সামনে এসেছিল। যেখানে জানা গিয়েছিল যে, খুব শীঘ্রই বাজারে আসতে পারে Jio Soundbox।
তবে এখন একটি নতুন আপডেট প্রকাশ্যে এসেছে। যেখানে দাবি করা হয়েছে যে Jio Soundbox-এর টেস্টিংও করা হয়েছে। মূলত, ছোট মেট্রো শহরগুলিতে এই টেস্টিং সম্পন্ন হয়েছে। এর মধ্যে জয়পুর, ইন্দোর এবং লখনউয়ের মতো শহর রয়েছে। ওই শহরগুলিতে Jio দ্বারা টেস্টিং করার পর এবার UPI বাজারে একটি বড় পদক্ষেপ নেওয়া হতে পারে।
আরও পড়ুন: ফের নজির গড়লেন প্রধানমন্ত্রী! এবার দান করলেন নিজের জমি, কারণ জানলে গর্ব হবে
রিপোর্ট অনুযায়ী, ইতিমধ্যেই Jio Pay QR কোড একাধিক রিটেল স্টোরে দেখা গেছে। এই Soundbox-এ একাধিক ফিচার্স রয়েছে এবং এটি একটি পয়েন্ট-অফ-সেল হিসেবেও ব্যবহার করা যেতে পারে। অর্থাৎ একটি Soundbox-এর দু’টি কাজ করা যাবে। যদিও এটি এখনও পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে, তবে সংস্থাটির পক্ষ থেকে এই সম্পর্কে কোনো আনুষ্ঠানিক তথ্য দেওয়া হয়নি। কিন্তু, ট্রায়াল চলছে মানে খুব শীঘ্রই এটি রিটেল স্টোরে দেখা যেতে পারে।
আরও পড়ুন: সুখবর! এবার টিকিট ক্যানসেল করার ১ ঘন্টার মধ্যেই ফেরত মিলবে টাকা, IRCTC দিচ্ছে নয়া সুবিধা
এখনও পর্যন্ত প্রকাশিত তথ্য অনুসারে, এটি কেনার পরে আপনাকে একটি সাবস্ক্রিপশন প্ল্যান নিতে হবে এবং প্রতি মাসে ৫০ টাকা দিতে হবে। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, আপনাকে POS ডিভাইসেই QR কোডের বিকল্প দেওয়া হবে। যা আপনার জন্য খুবই উপকারী হতে পারে। এটি রেভিনিউ জেনারেটের জন্যও অত্যন্ত ভালো প্রমাণিত হতে চলেছে। এমন পরিস্থিতিতে বলাই যায় যে, UPI বাজারেও এবার Jio-র দাপট বাড়তে চলেছে।