তালিবান নিয়ে খুলে গেল পাকিস্তানের মুখোশ, তালিবান সরকারকে মান্যতা দিতে মরিয়া কুরেশি

বাংলা হান্ট ডেস্কঃ প্রায় কুড়ি বছর বাদে ফের একবার আফগানিস্তানে ক্ষমতা দখল করেছে তালিবান। দেশ থেকে মার্কিন সৈন্য বাহিনী সরে যেতেই রীতিমতো তৎপর হয়ে ওঠে তারা। এখন আফগান সেনাকে হারিয়ে দেশ দখল নিয়েছে তালিবান। আগামী দিনে সরকার গঠন এখন কার্যত সময়ের অপেক্ষা। তবে তালিবানদের এই উত্থানের পিছনে সবচেয়ে বড় ভূমিকা যে ছিল পাকিস্তানের এনিয়ে কার্যত আর কোন সন্দেহ থাকছে না।

প্রসঙ্গত তালিবান সরকারকে প্রথম থেকেই সমর্থন করে আসছে তারা। এমনকি পররাষ্ট্রমন্ত্রী শাহ মহম্মদ কুরেশি এও জানিয়েছেন, এই বিজয়ের মাধ্যমে কুড়ি বছরের গোলামী থেকে মুক্তি পেয়েছে পাকিস্তান। একই কথা বলেছেন দেশের প্রধানমন্ত্রী ইমরান খানও। তিনি পরিষ্কার জানিয়েছিলেন ‘দাসত্বের শৃঙ্খল’ ভেঙেছে আফগানিস্তান।

বারবারই সংবাদমাধ্যমে এ ধরনের খবর সামনে আসছিল আফগানিস্তানে তালিবানদের ক্ষমতা দখলের পিছনে রয়েছে পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআইয়ের হাত। সে কথা সঠিক ভাবে প্রমানিত না হলেও এবার পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়াও বললেন, তার দেশ আফগানিস্তানে শান্তি ও স্থিতিশীলতা আনতে তার ভূমিকা অব্যাহত রাখবে।

 

taliban 3a

প্রসঙ্গত এর আগে শাহ মহম্মদ কুরেশি জানিয়েছিলেন, প্রধানমন্ত্রী ইমরান খানের নির্দেশ অনুযায়ী বিভিন্ন দেশে তালিবান সরকার যাতে মান্যতা পায় সে বিষয়ে তৎপর ভূমিকা পালন করবেন তিনি। এবার জানা গেল, রবিবার প্রথম কোন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে আফগানিস্তান সফর করবেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী কুরেশি। এর আগেই তিনি জানিয়েছিলেন পাকিস্তান-আফগানিস্তানের ক্ষেত্রে “ইতিবাচক ভূমিকা” পালন করতে বদ্ধপরিকর। কার্যত সেই ইতিবাচক ভূমিকারই কিছুটা রূপ দেখা যাচ্ছে এই সফরের মধ্য দিয়ে।

 


Abhirup Das

সম্পর্কিত খবর