আম্বানির নয়া প্ল্যান! বন্ধ হতে পারে এই পরিষেবা, কারণ জানলে আপনিও হয়ে যাবেন “থ”

বাংলা হান্ট ডেস্ক: রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের (Reliance Industries) মিডিয়া কোম্পানি ভায়াকম18 তার কিছু হিন্দি এবং আঞ্চলিক ভাষার চ্যানেল বন্ধ করতে পারে। সূত্র অনুযায়ী জানা গিয়েছে যে, ওয়াল্ট ডিজনি এবং রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ তাদের সংযুক্তিকরণের প্রস্তাবের জন্য অনুমোদন পাওয়ার লক্ষ্যে স্টার ইন্ডিয়া এবং ভায়াকম 18-এর হিন্দি এবং আঞ্চলিক চ্যানেলগুলি বন্ধ করার প্রস্তাব দিয়েছে। এর পাশাপাশি কন্নড়, মারাঠি এবং বাংলা ভাষার বাজারে চ্যানেলগুলি বন্ধ করার পরিকল্পনা করা হচ্ছে বলেও জানা গিয়েছে।

কি প্ল্যান রিলায়েন্সের (Reliance Industries):

সংযুক্তিকরণের পর স্টার এবং ভায়াকম18-এর ইউনিটের হিন্দি, GEC, কন্নড়, বাংলা এবং মারাঠি বাজারে ৪০ শতাংশের বেশি শেয়ার থাকবে। এদিকে, স্পোর্টস ব্রডকাস্টিংয়ের ক্ষেত্রে থাকবে একচ্ছত্র অধিকার। এর পাশাপাশি ক্রিকেট এবং অন্যান্য খেলার সম্প্রচারেরও অধিকার থাকবে। উল্লেখ্য যে, যদি কোনও সত্তার ইউনিটের ওই বিভাগে ৪০ শতাংশের বেশি মার্কেট শেয়ার থাকে তাহলে সেটি CCI-এর দৃষ্টিতে আধিপত্য হিসেবে বিবেচিত হয়। এদিকে, RIL (Reliance Industries) এবং ডিজনি এই বিষয়ে মন্তব্য করতে রাজি হয়নি। সূত্র জানিয়েছে, বড় চ্যানেল ছাড়া অন্য হিন্দি GEC বন্ধ হয়ে যেতে পারে। এদিকে, যে চ্যানেলগুলি আঞ্চলিক বাজারে লড়াই করছে সেগুলিও বন্ধ হয়ে যেতে পারে।

   

Now Reliance Industries may stop this service.

কি বলছেন বিশেষজ্ঞরা: একটি সূত্র জানিয়েছে, ভায়াকম18-এর চেয়ে স্টারের শক্তিশালী আঞ্চলিক চ্যানেল রয়েছে। ভায়াকম18 শুধুমাত্র কন্নড় ভাষার বাজারে শক্তিশালী। এদিকে, RIL (Reliance Industries) এবং ডিজনি উভয়ই অক্টোবরের মধ্যে সংযুক্তিকরণ সম্পন্ন করার আশা করছে। উভয় সংস্থার কাছে পুরো প্রক্রিয়াটি সম্পূর্ণ করার জন্য ২০২৬-এর ফেব্রুয়ারি পর্যন্ত সময় রয়েছে। এদিকে, সংশ্লিষ্ট শিল্পের ওপর এই সংযুক্তিকরণের প্রভাব মূল্যায়ন করতে CCI অন্যান্য মিডিয়া এবং বিনোদন সংস্থাগুলির সাথে যোগাযোগ করেছে। সূত্রের মতে, একটি সম্প্রচারকারী CCI-কে পরামর্শ দিয়েছে যে স্টার-ভায়াকম18-কে কিছু ক্রিকেট অ্যাসেট ছেড়ে দিতে বলা উচিত। নাহলে ওই ইউনিট খুব শক্তিশালী হয়ে উঠবে। কারণ, তাদের কাছে আইপিএল থেকে শুরু করে আইসিসি, বিসিসিআই, প্রিমিয়ার লিগ, প্রো কাবাডি লিগ এবং ইন্ডিয়ান সুপার লিগের মতো অ্যাসেটের রাইট থাকবে।

আরও পড়ুন: মোবাইলে রয়েছে ফাস্ট চার্জিং? যেকোনও মুহূর্তে পড়বেন দুর্ভোগে, এখনই হন সতর্ক

একজন আইন বিশেষজ্ঞ বলেছেন যে স্টার-ভায়াকম18-কে তার ক্রিকেট অ্যাসেট বিক্রি করতে বলা বাস্তবিক হবে না। কারণ সেগুলি বিসিসিআই-এর মতো ক্রীড়া সংস্থাগুলির মালিকানাধীন। সংযুক্তিকরণ চুক্তি অনুসারে, RIL (Reliance Industries)-এর স্টার-ভায়াকম১৮ যৌথ ইউনিটে ৫৬ শতাংশ কন্ট্রোলিং স্টেক থাকবে। যেখানে ওয়াল্ট ডিজনির থাকবে ৩৭ শতাংশ। তাদের কাছে ১১০ টিরও বেশি টিভি চ্যানেল এবং দু’টি স্ট্রিমিং প্ল্যাটফর্ম থাকবে সেগুলি হল ডিজনি+ হটস্টার এবং জিও সিনেমা। এদিকে, জেমস মারডক এবং উদয় শঙ্করের বিনিয়োগ করা কোম্পানি বোধি ট্রি সিস্টেমসের কাছে থাকবে ৭ শতাংশ শেয়ার।

আরও পড়ুন: প্রতারণা রুখতে বড় অ্যাকশন! UPI পেমেন্টে মিলবে এই সুবিধা, গ্রাহকদের জন্য আসছে বিশেষ নিয়ম

কত হবে ভ্যালুয়েশন: জানা গিয়েছে যে, শঙ্কর এই কোম্পানির বোর্ডে ভাইস চেয়ারপারসন হবেন এবং RIL প্রোমোটার মুকেশ আম্বানির স্ত্রী নীতা আম্বানি চেয়ারপারসন হবেন। এই সংযুক্তিকরণের জন্য রেগুলেটরি অনুমোদন পেতে হবে। এর মধ্যে রয়েছে NCLT এবং CCI-এর অনুমোদন। উল্লেখ্য যে, এর মাধ্যমে স্টার-ভায়াকম18 মিডিয়া সেক্টরে ৭০,০০০ কোটিরও বেশি ভ্যালুয়েশন সহ কোম্পানিতে পরিণত হবে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর