এবার বাংলাতেও ছুটবে বুলেট ট্রেন! কবে থেকে? বড় ঘোষণা করলেন প্রধানমন্ত্রী

   

বাংলা হান্ট ডেস্ক : সামনেই লোকসভা ভোট। আর তার আগে বিভিন্ন রাজনৈতিক দল তাদের ম্যানিফেস্টো অর্থাৎ নির্বাচনী ইস্তেহার প্রকাশ করেছে। সদ্যই BJP সামনে আনে তাদের সংকল্প পত্র। আর এই সংকল্প পত্র প্রকাশের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রতিশ্রুতি দেন যে, ফের একবার BJP সরকার ক্ষমতায় এলে দেশের প্রতিটি কোণায় বুলেট ট্রেন (Narendra Modi On Bullet Train) পৌঁছে দেওয়া হবে।

সাড়ম্বরের সাথে বিজেপি তাদের সংকল্প পত্র সামনে নিয়ে এসেছে। সেখানে বাকি বিষয়ের সাথে বেশ গুরুত্ব পাচ্ছে বুলেট ট্রেন সম্পর্কে তাদের সংকল্প। ফের একবার ক্ষমতায় বসলে দেশের প্রতিটি প্রান্তেই ছুটবে বুলেট ট্রেন। উচ্চ গতির ট্রেনের পরিষেবা প্রসার করার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী। বিষয়টি সম্পর্কে প্রধানমন্ত্রী মোদী বলেন, ‘দেশে তিনটি ভিন্ন মডেলের বন্দে ভারত ট্রেন চালু করা হবে।’

এই ভিন্ন মডেলের বন্দে ভারত ট্রেনের মধ্যে থাকছে বন্দে ভারত চেয়ারকার সহ বন্দে ভারত স্লিপার এবং বন্দে ভারত মেট্রো। বন্দে ভারত স্লিপার নিয়ে বেশ উত্তেজনা রয়েছে। কারণ কিছুদিন আগে রেল এই নিয়ে ছবিও প্রকাশ করেছে। যদিও ট্রেন এখনো ট্র্যাকের ওপর ছুটতে শুরু করেনি। এদিকে বন্দে ভারতের চেয়ারকার বেশ তারিফ কুড়চ্ছে। সাথে এবার আসবে বন্দে মেট্রো, যা নিকটবর্তী বিভিন্ন শহরের সাথে যোগাযোগ বাড়াবে।

আরও পড়ুন : MI-এর পাশাপাশি বড় ধাক্কা টিম ইন্ডিয়াতেও! চোটের কারণে বাদ খোদ অধিনায়ক

বুলেট ট্রেন সম্পর্কেও মুখ খোলেন প্রধানমন্ত্রী মোদী। তিনি বলেন, ‘বর্তমানে আমেদাবাদ থেকে মুম্বই রুটে বুলেট ট্রেনের কাজ চলছে পুরো দমে। প্রকল্পটির কাজ প্রায় শেষ হওয়ার মুখে। এই কাজ শেষ হলে শুরু হবে আরো কয়েকটি বুলেট ট্রেন। একইরকম ভাবে একটি করে বুলেট ট্রেন ছুটবে পূর্ব ভারতে দক্ষিণ ভারতেও।’

আরও পড়ুন : দীনেশ, রাহুল বাদ! T20 বিশ্বকাপে টিম ইন্ডিয়ায় খেলবেন এই কিপার, প্রকাশ্যে এল নাম

উল্লেখ্য যে, উত্তর অথবা পূর্ব বা দক্ষিণ ভারতের ঠিক কোথা থেকে এই বুলেট ট্রেন ছুটতে পারে সেই নিয়ে এখনো অবধি কিছুই জানানো হয়নি। কিন্তু প্রধানমন্ত্রী মোদী বিষয়টি সম্পর্কে বলেন। তিনি জানিয়ে দেন যে, 2024 সালে লোকসভা নির্বাচনে জিতে ফের ক্ষমতায় আসার পর এই নিয়ে সমীক্ষা করে তবেই উত্তর, দক্ষিণ এবং পূর্ব ভারতে বুলেট ট্রেন ছুটবে।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর