কিছুক্ষনেই ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি! পয়লা বৈশাখে তোলপাড় দক্ষিণবঙ্গের ৭ জেলা: আবহাওয়ার খবর

বাংলা হান্ট ডেস্ক: দিনের বেলা বেজায় গরম থাকলেও বৃষ্টি মাটি করতে পারেনি নববর্ষের সকাল। আড্ডা, খাওয়া-দাওয়া, ঘোরাঘুরি মিলিয়ে জমিয়ে কাটছে পয়লা বৈশাখ। তবে এর মাঝেই অশনি সংকেত। আলিপুর আবহাওয়া দপ্তর (Alipore Weather Office) সূত্রে খবর, আগামী কয়েক ঘন্টায় বৃষ্টি হতে পারে রাজ্যের একাধিক জেলায়।

সকাল থেকে রোদ, গরমে নাজেহাল অবস্থা রাজ্যের দক্ষিণবঙ্গের (South Bengal) মানুষের। কিছু কিছু জেলার তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁইছুঁই। এরই মধ্যে আবহাওয়া দপ্তর জানাচ্ছে আজ রাতের দিকে দক্ষিণবঙ্গের কিছু জেলায় বৃষ্টি হতে পারে। ওদিকে উত্তরবঙ্গের একাধিক জেলায় রয়েছে ঝড়ের সম্ভাবনা।

আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আজ পয়লা বৈশাখের দিন উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ার কোনও কোনও অংশে হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভিজতে পারে উপকূলের জেলাগুলি। কিছু অংশে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

রবিবারের পর সোমবারও বিক্ষিপ্তভাবে সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের কিছু অংশে। সোমবার বৃষ্টির সম্ভাবনা উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর জেলায়। এছাড়া বাকি সমস্ত জেলার আবহাওয়া শুকনো থাকবে। আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে।

ওদিকে আজ থেকেই তাপমাত্রা বৃদ্ধির সতর্কতা দিয়েছে আবহাওয়া দপ্তর। আগামী পাঁচ দিনে গাঙ্গেয় বঙ্গে তিন থেকে পাঁচ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। ইতিমধ্যেই জারি হয়েছে কড়া সতর্কতা। এদিকে উত্তরবঙ্গে প্রবল ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

weather rain n

আরও পড়ুন: ‘৩ মাসের মধ্যে…’, আরও একটি মামলায় হাইকোর্টে মুখ পুড়লো রাজ্যের! বিরাট জয় সরকারি কর্মীর

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, রবিবার ঝড়-বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহে। আগামী বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা। নতুন সপ্তাহে তাপমাত্রাও খানিক বাড়বে।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর