বাংলা হান্ট ডেস্ক: এবার একটি বড় আপডেট সামনে এসেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) আগামী বুধবার দুহাই থেকে মোদীনগর নর্থ পর্যন্ত দিল্লি-গাজিয়াবাদ-মীরাট RRTS করিডোরের (Delhi-Meerut RRTS Corridor) ১৭ কিলোমিটারের অতিরিক্ত অংশের উদ্বোধন করবেন। পাশাপাশি, ওই সময়ে প্রধানমন্ত্রী মোদী ভিডিও কনফারেন্সের মাধ্যমে মুরাদনগর RRTS স্টেশনে নমো ভারত ট্রেনকে সবুজ পতাকা দেখাবেন বলেও জানা গিয়েছে।
এমতাবস্থায়, প্রধানমন্ত্রীর সবুজ পতাকা প্রদর্শনের মাধ্যমে দিল্লি-গাজিয়াবাদ-মিরাট RRTS করিডোরের প্রায়োরিটি সেকশনের বাইরে দুহাই থেকে মোদীনগর নর্থ পর্যন্ত ১৭ কিলোমিটার দীর্ঘ অতিরিক্ত অংশ নমো ভারত ট্রেনের সফরের জন্য প্রস্তুত হবে।
৩৪ কিলোমিটারের সফর আধ ঘণ্টায় সম্পন্ন হবে: প্রসঙ্গত উল্লেখ্য যে, এই সেকশনে ৩ টি স্টেশন রয়েছে। সেগুলি হল মুরাদনগর, মোদীনগর সাউথ এবং মোদীনগর নর্থ। এই সেকশনের উদ্বোধনের মাধ্যমে, নমো ভারত পরিষেবা দিল্লি-মীরাট RRTS করিডোরের ৩৪ কিলোমিটার অংশে সাহিবাবাদ থেকে মোদীনগর নর্থ পর্যন্ত মোট ৮ টি স্টেশনে উপলব্ধ হবে। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, নমো ভারত ট্রেন এই ৩৪ কিলোমিটার যাত্রা মাত্র আধ ঘন্টায় শেষ করবে বলেও জানা গিয়েছে।
আরও পড়ুন: অভিজিৎ প্রথম নয়! বিচারক থেকে রাজনীতির ময়দানে দাপিয়ে বেড়িয়েছেন এঁরাও, তালিকায় একাধিক বড় নাম
এই প্রসঙ্গে জানিয়ে রাখি, ২০১৯ সালের মার্চ মাসে প্রধানমন্ত্রীর হাত ধরে ভারতের প্রথম RRTS করিডোরের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছিল। যেটি দিল্লিকে মীরাটের সাথে সংযুক্ত করে। এর ১৭ কিলোমিটার দীর্ঘ প্রায়োরিটি সেকশনটি ২০২৩ সালের অক্টোবরে যাত্রী পরিষেবার উদ্দেশ্যে প্রধানমন্ত্রী দ্বারা চালু করা হয়।
আরও পড়ুন: ধনকুবেরদের তালিকায় বড় বদল! প্রথম স্থান হারালেন মাস্ক, বজায় থাকল আম্বানি-আদানিদের দাপট
উল্লেখ্য যে, RRTS হল একটি অত্যাধুনিক রেল-বেসড পরিবহণ ব্যবস্থা। নমো ভারত ট্রেন এই পরিষেবা প্রদান করে। যেটির ডিজাইন গতি ১৮০ কিমি প্রতি ঘণ্টা এবং এটির অপারেশনাল গতি ১৬০ কিলোমিটার প্রতি ঘণ্টা। ৮২ কিলোমিটার দীর্ঘ দিল্লি-গাজিয়াবাদ-মীরাট RRTS করিডোর দিল্লি এবং মীরাটের মধ্যে ভ্রমণের সময় কমিয়ে ১ ঘন্টারও নিচে নামিয়ে আনবে।