হয়ে যান চিন্তামুক্ত! এবার স্মার্টফোন নিজেই হয়ে যাবে মোবাইল টাওয়ার, মিটবে কল ড্রপের ঝামেলা

বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে আমরা প্রায় সকলেই স্মার্টফোন (Smartphone) ব্যবহার করি। কিন্তু, অনেক জায়গায় দুর্বল মোবাইল নেটওয়ার্কের কারণে ব্যবহারকারীদের কল ড্রপের সমস্যার সম্মুখীন হতে হয়। তবে, এবার আমরা শীঘ্রই এই সমস্যার হাত থেকে মুক্ত হতে পারবো। কারণ এখন মোবাইল টাওয়ারের সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে। মূলত, চিন এমন একটি স্মার্টফোন তৈরি করেছে যা সরাসরি স্যাটেলাইটের সাথে সংযুক্ত থাকে। চিনা বিজ্ঞানীরা স্যাটেলাইট সংযোগ সহ বিশ্বের প্রথম স্মার্টফোন তৈরি করেছেন। যার সাহায্যে সরাসরি স্যাটেলাইট থেকে কল করা যাবে। এমতাবস্থায়, এর জন্য কোনো গ্রাউন্ড বেস্ট ইনফ্রাস্ট্রাকচারের প্রয়োজন নেই।

জরুরি পরিস্থিতিতে হয়ে উঠবে সহায়ক: জানিয়ে রাখি যে, Huawei Technologies স্যাটেলাইট কানেক্টিভিটি সহ ভারতের প্রথম স্মার্টফোন চালু করেছে। এদিকে, Huawei-এর পরে, অন্যান্য চিনা স্মার্টফোন ব্র্যান্ড যেমন Xiaomi, Honor, Oppo এই দৌড়ে অংশ নিতে পারে। বিশেষ করে যখন ইমারজেন্সি কল করার প্রয়োজন হয় তখন এই প্রযুক্তি কাজ করবে।

Now the smartphone itself will become a mobile tower.

এর ফলে কমিউনিকেশন নেটওয়ার্ক ব্যর্থ হলে স্যাটেলাইট কানেক্টিভিটি কাজ করবে। এছাড়াও, বন্যা, ভূমিকম্প এবং সুনামির সময়ে যখন কমিউনিকেশন সিস্টেম ব্যাহত হয় তখন স্যাটেলাইট কানেক্টিভিটি সহ স্মার্টফোন অত্যন্ত সহায়ক সহায়ক হয়ে উঠবে। ফোনে সরাসরি স্যাটেলাইট সংযোগ ব্যবহারকারীদের জন্য অত্যন্ত লাভজনক হয়ে উঠবে।

আরও পড়ুন: অশুভ শক্তির বিনাসের আশায় দেবী অন্নপূর্ণার আরাধনা! উত্তর ২৪ পরগনায় মহাসমারোহে হচ্ছে পুজো

স্যাটেলাইট কানেক্টিভিটি পাওয়া যাবে: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, চিনের পাশাপাশি স্যাটেলাইট কানেক্টিভিটি নিয়ে ইলন মাস্ক বিভিন্ন কাজ করছেন। চিনের মতো ইলন মাস্কও পৃথিবীর বাইরের কক্ষপথে একাধিক কমিউনিকেশন স্যাটেলাইট স্থাপন করেছেন। ইলন মাস্কের স্যাটেলাইট কমিউনিকেশন সারা বিশ্বে কমিউনিকেট করতে পারে।

আরও পড়ুন: ইরান-ইজরায়েল যুদ্ধের মাঝেই খেল দেখাল চিন! বিশ্বে শোরগোল ফেলে দিল বেজিং

তবে, চিনা স্যাটেলাইট বর্তমানে এশিয়া রিজনে স্যাটেলাইট কানেক্টিভিটি উপলব্ধ করতে পারে। যদিও, এটা অবশ্যই স্পষ্ট হয়ে গেছে যে আসন্ন সময়ে আধিপত্য বিস্তার করবে স্যাটেলাইট কানেক্টিভিটি। আগে স্যাটেলাইট কানেক্টিভিটির ক্ষেত্রে কিছুটা সময় লাগলেও আজ প্রযুক্তির উন্নতি হয়েছে। পাশাপাশি, স্যাটেলাইটের সাহায্যে হাই স্পিড ডেটাও ট্রান্সফার করা যাচ্ছে।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর