বাংলা হান্ট ডেস্ক: চাকরিপ্রার্থীদের জন্য নিঃসন্দেহে বড় সুখবর নিয়ে এল রেল। এবার দশম শ্রেণি পাশ করলেই রয়েছে চাকরির সুযোগ। পাশাপাশি, রয়েছে প্রচুর শূন্যপদের সংখ্যাও। জানা গিয়েছে যে, সাউথ ইস্ট সেন্ট্রাল রেলওয়ে (SECR) ইতিমধ্যেই ওয়েল্ডার, টার্নার, ফিটার, ইলেকট্রিশিয়ান, স্টেনোগ্রাফার (হিন্দি ও ইংরেজি), মেশিনিস্ট সহ বিভিন্ন ক্ষেত্রে অ্যাপ্রেন্টিস পদে নিয়োগের জন্য আবেদন পত্র গ্রহণ করা শুরু করেছে। পাশাপাশি, এই নিয়োগের মাধ্যমে মোট ১,০৩৩ টি অ্যাপ্রেন্টিসের শূন্যপদ পূরণ করা হবে।
শুধু তাই নয়, ইতিমধ্যেই গত ২৫ এপ্রিল ২০২২ থেকে এই শূন্যপদগুলির ভিত্তিতে অনলাইন আবেদনও শুরু হয়ে গিয়েছে। আবেদনে ইচ্ছুক প্রার্থীরা আগামী ২৪ মে পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারেন এই পদগুলির জন্য।
বিশদ বিবরণ:
মূলত, SECR রেলওয়ের ২০২২ সালের অ্যাপ্রেন্টিস নিয়োগের এইক্ষেত্রে ডিআরএম অফিস, রায়পুর ডিভিশনে মোট ৬৯৬ টি অ্যাপ্রেন্টিস পদ এবং ওয়াগন রিপেয়ার শপ, রায়পুরে মোট ৩৩৭ টি অ্যাপ্রেন্টিসের পদ অন্তর্ভুক্ত রয়েছে। পাশাপাশি, এই শূন্যপদগুলিতে আবেদনের ক্ষেত্রে বিস্তারিত বিবরণের প্রসঙ্গও বর্তমান প্রতিবেদনে উপস্থাপিত করা হল।
প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা:
এই শূন্যপদগুলিতে আবেদনের জন্য প্রার্থীকে যে কোনো স্বীকৃত বোর্ড থেকে কমপক্ষে ৫০ শতাংশ নম্বরসহ দশম শ্রেণি পাশ করতে হবে। এছাড়াও, একটি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই শংসাপত্রও থাকতে হবে।
বয়সসীমা:
প্রার্থীদের আবেদনের বয়সসীমা ১৫ থেকে ২৪ বছর। তবে, সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের সরকারী নিয়ম অনুসারে বয়সের ঊর্ধ্বসীমাতে ছাড় দেওয়া হবে।
আবেদন পদ্ধতি:
আগ্রহী এবং যোগ্য প্রার্থীদের অ্যাপ্রেন্টিসশিপ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইট অর্থাৎ, apprenticeshipindia.org-তে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। তবে, কোনোরকম অফলাইন আবেদনপত্র গৃহীত হবে না। প্রার্থীদের শুধুমাত্র অনলাইনেই আবেদন গৃহীত হবে।
নির্বাচন পদ্ধতি:
রেলওয়ে অ্যাপ্রেন্টিস পদে নিয়োগের জন্য প্রার্থীদের কোনো লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ সম্পন্ন হবে না। তবে, ম্যাট্রিকুলেশন বা দশম শ্রেণির পরীক্ষায় প্রাপ্ত নম্বর বা শতাংশের ভিত্তিতে তৈরি মেধা তালিকার মাধ্যমে যোগ্য প্রার্থীদের নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হবে।
‘বিজেপির মেদ হয়েছে…’ বিস্ফোরক দিলীপ ঘোষ, শুভেন্দুকে নিয়েও বড় মন্তব্য প্রবীণ নেতার